Aadhaar Linking-Duare Sarkar: আধার লিঙ্ক ছাড়া হয়তো বন্ধ হবে রাজ্য সরকারি স্কিমের সুবিধা, কী পদ্ধতি? রইল

Aadhaar Linking-Duare Sarkar: কন্যাশ্রী, রূপশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে শীঘ্রই বাধ্যতামূলক করা হতে চলেছে আধার লিঙ্ক। কোন কোন রাজ্য সরকারি প্রকল্পে আধার লিঙ্কিং বাধ্যতামূলক করা হচ্ছে? কীকরে লিঙ্ক করবেন? জেনে নিন...

Advertisement
আধার লিঙ্ক ছাড়া হয়তো বন্ধ হবে রাজ্য সরকারি স্কিমের সুবিধা, কী পদ্ধতি? রইলকন্যাশ্রী, রূপশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে শীঘ্রই বাধ্যতামূলক করা হতে চলেছে আধার লিঙ্ক।
হাইলাইটস
  • কন্যাশ্রী, রূপশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে শীঘ্রই বাধ্যতামূলক করা হতে চলেছে আধার লিঙ্ক।
  • এখনও পর্যন্ত শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পে নাম তুলতে পারেন উপভোক্তারা।

Duare Sarkar, Aadhaar Linking: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প চলবে। এই 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar Scheme), রূপশ্রী, কন্যাশ্রীর মতো সরকারি প্রকল্পে প্রাপকের তালিকায় নাম তোলার আবেদন করা যাবে বা তথ্যগত কোনও সংশোধন পর্য়োজন হলে তা করা যাচ্ছে।

কিন্তু রাজ্যের উপভোক্তা বা প্রাপকের তালিকায় থাকা নাম বা তথ্য সংক্রান্ত ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে আধার সংযোগ (Aadhaar linking) বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন। এখনও পর্যন্ত শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পে নাম তুলতে পারেন উপভোক্তারা। কিন্তু অদূর ভবিষ্যতে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম তুলতে গেলে আধার সংযোগ (Aadhaar linking) বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুন: চাকরি করা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন? জেনে নিন

সূত্রের খবর, রূপশ্রী, কন্যাশ্রীর পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দেওয়ার প্রকল্পগুলিতে নথিভুক্ত উপভোক্তাদের পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্যেও বাধ্যতামূলক হতে চলেছে আধার সংযোগ (Aadhaar linking)। জানা গিয়েছে, অবিলম্বে কয়েক কোটি উপভোক্তা বা প্রাপকের পাশাপাশি আবেদনকারীদের তথ্য যাচাই করার কাজ শুরু করবে সংশ্লিষ্ট দপ্তরগুলি। এ মাসের মধ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে তৈরি প্রাপকের তালিকা পাঠাতে হবে।

এর আগে কেন্দ্রের নির্দেশ মেনে এ রাজ্যেও রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ (Aadhaar linking) বাধ্যতামূলক করা হয়। শুধুমাত্র যোগ্য প্রাপকদের হাতেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি বাংলার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। এর ফলও মেলে হাতে নাতে। কারণ, ইতিমধ্যেই বাতিল হয়েছে রাজ্যের দেড় কোটি’র বেশি ‘ভুয়ো’ রেশন কার্ড। একই পথে হেঁটে এবার রূপশ্রী, কন্যাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দিতে আধার সংযোগ (Aadhaar linking) বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন।

POST A COMMENT
Advertisement