How To Use AC For Minimum Bill And More Cooling : AC-তে ঘর ঠান্ডা হচ্ছে না? মেনে চলুন এই পদ্ধতিগুলি, কম আসবে বিলও

অনেকেই বলছেন যে এসিতে ঘর যথেষ্ট ঠান্ডা হচ্ছে না। যদি আপনিও এই সমস্যার মুখোমুখি হন, তাহলে বাড়িতে বসেই সেটির সমাধান করতে পারেন। এর জন্য মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। অনেক সময় এসিতে নয়, আমাদের ব্যবহারের পদ্ধতিতে গন্ডগোল থাকে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু উপায় যার মাধ্যমে এসি (AC) ঘরকে বেশি শীতল করবে। একইসঙ্গে বিলও আসবে কম। 

Advertisement
AC-তে ঘর ঠান্ডা হচ্ছে না? মেনে চলুন এই পদ্ধতিগুলি, কম আসবে বিলওপ্রতীকী ছবি
হাইলাইটস
  • এসিতে বেশি ঠান্ডা পেতে পরিষ্কার করুন ফিল্টার
  • বন্ধ রাখুন ঘরের দরজা জানালা
  • ঘরের মাপ অনুযায়ী এসি ব্যবহার করুন

গরমকাল আসতেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে এয়ার কন্ডিশনারের (Air Conditioner) ব্যবহার। তবে অনেকেই বলছেন যে এসিতে ঘর যথেষ্ট ঠান্ডা হচ্ছে না। যদি আপনিও এই সমস্যার মুখোমুখি হন, তাহলে বাড়িতে বসেই সেটির সমাধান করতে পারেন। এর জন্য মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। অনেক সময় এসিতে নয়, আমাদের ব্যবহারের পদ্ধতিতে গন্ডগোল থাকে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু উপায় যার মাধ্যমে এসি (AC) ঘরকে বেশি শীতল করবে। একইসঙ্গে বিলও আসবে কম। 

Cool Mode-এর খেয়াল রাখুন 
আধুনিক এসি-তে অনেক মোড থাকে। তাতে কুল, ড্রাই, হট, ফ্যানসহ বেশকিছু অপশন। তবে ঘর ভাল করে ঠাণ্ডা করার জন্য এসি শুধুমাত্র কুল মোডে থাকা উচিত। 

সাফাই প্রয়োজনীয়
অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর মতো, এসিরও সার্ভিসিং প্রয়োজন। যদি সময়মতো সার্ভিস করানো না যায়, তাহলে অন্তত ক্লিনিং করানো উচিত। বিশেষ করে Flitters গুলি। কারণ ফিল্টার ব্লকের কারণে, ভাল ঠান্ডা পাওয়া যায় না। এটি বায়ু চলাচল এবং ঘর ঠান্ডা হওয়া, দুটো বিষয়কেই প্রভাবিত হয়। তাই সময়ে সময়ে এগুলি পরিষ্কার করুন। 

ঘরের জানালা-দরজা খেয়াল রাখুন
ঘর ভাল ঠাণ্ডা রাখার জন্য দরজা-জানালা যেন বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনও জায়গা দিয়ে হাওয়া পাস করে, তাহলে ঘর ভাল ঠান্ডা হবে না। ফলে বেশিক্ষণ এসি চালাতে হবে। তাতে একদিকে যেমন বিদ্যুতের বিল বাড়বে। অন্যদিকে আবার এসিতে চাপ পড়ে সেটি বিকল হওয়ারও আশঙ্কা থাকে। 

সূর্যের আলোর প্রভাব
যদি ঘরে সরাসরি সূর্যের আলো আসে তাহলেও ঘর বেশি ঠান্ডা হবে না। তাই দরজা জানালা বন্ধ করার পর পর্দা দিয়ে দিন। তাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। এরপর ঘর পর্যাপ্ত ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে পাখা চালিয়ে দিন। তাতে ঘরের শীতলভাব বজায় থাকবে এবং বিলও বেশি হবে না। 

ঘরের আয়তনের ওপরে নির্ভর করে ঠান্ডা
ঘরের আকার ও আয়তনের ওপরেও নির্ভর করে ঠান্ডা। আপনি যদি এক টন এসি ব্যবহার করেন, তবে সেটি ১০০ বর্গফুট পর্যন্ত ঘরকে ঠান্ডা রাখতে পারে। কিন্তু আপনার ঘরের আয়তন যদি ১৫০ বর্গফুট হয়, তাহলে আপনাকে ১.৫ টনের এসি ব্যবহার করতে হবে। আর ২০০ বর্গফুটের ঘরের জন্য ব্যবহার করতে হবে ২ টনের এসি। 

Advertisement

বেশি মানুষ-কম ঠান্ডা
যদি ঘরে বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকেন তাহলে সেটি এসির শীতলতাকে প্রভাবিত করে। বেশি লোকের উপস্থিতির কারণে শীতলতা কমে যায়। অর্থাৎ রুমে মানুষ কম থাকলে এসির কুলিং বেশি হবে, আর মানুষ বেশি হলে ঠাণ্ডা কম হবে। পাশাপাশি আউটডোর ইউনিটকেও সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। তার ফলে আপনি বেশি ঠান্ডা পাবেন। 

আরও পড়ুনরানু মণ্ডল-হিরো আলম ডুয়েট প্লে ব্যাক, কেমন? শুনুন


 

POST A COMMENT
Advertisement