scorecardresearch
 

Voter ID Card Application: ১ এপ্রিল ১৮-তে পা দিলেন? ভোটার লিস্টে নাম তোলা চলছে

আজ ১ এপ্রিল বা তার আগে যদি কারও ১৮ বছর পূর্ণ হয়, তবে তিনি ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন। ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

Advertisement
১ এপ্রিল ১৮-তে পা দিলেন? ভোটার লিস্টে নাম তোলা চলছে ১ এপ্রিল ১৮-তে পা দিলেন? ভোটার লিস্টে নাম তোলা চলছে
হাইলাইটস
  • ভোটার তালিকায় নাম তোলার জন্য নতুন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হচ্ছে না
  • বছরে চারবার ভোটার তালিকায় (Voter List) নাম তোলা যায়

নির্বাচন কমিশনের (Election Commission of India) সিদ্ধান্ত অনুযায়ী বছরে চারবার ভোটার তালিকায় (Voter List) নাম তোলা যায়। ভোটার তালিকায় নাম তোলার জন্য নতুন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হচ্ছে না। ৩ মাস অন্তর বছরে ৪ বার নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ১৮ বছর পূর্ণ হলেই ভোটার তালিকায় নাম তুলতে আবেদন (Voter ID Card Application) করতে পারবেন যে কেউ। এর আগে প্রতি বছর ১ জানুয়ারির হিসেবে ১৮ বছর পূর্ণ হলে তবেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যেত। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এখন থেকে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।

সেই হিসেবে আজ ১ এপ্রিল বা তার আগে যদি কারও ১৮ বছর পূর্ণ হয়, তবে তিনি ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন। ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অনলাইনেও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। nsvp.in, voterportal.eci.gov.in এই সাইটে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। এছাড়া ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও নির্দিষ্ট ফর্মে আবেদন জানান যাবে।

১৮ না হলেও নাম তোলা যাবে

১৭ বছর বয়সের বেশি হলেই ভোটার তালিকায় নাম তোলার আগাম আবেদন করা যাবে। এই কারণে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ৬ নম্বর ফর্মের পরিমার্জন করা হয়েছে। গত বছরের ২৮ জুলাই কমিশন জানিয়েছে দিয়েছে যে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে নতুন ভোটাররা নাম নথিভুক্তির আগাম আবেদন করতে পারবেন। তবে ১৮ বছর পূর্ণ হলে তবেই আগাম আবেদনগুলির নিষ্পত্তি করা হবে।

Advertisement

ভোটার আইডির জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন (How to apply for a Voter ID card online)?

আপনাকে প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) হোমপেজে যেতে হবে, ওটাই রেজিস্ট্রেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে ভোটার হিসেবে রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন আবেদনপত্রের একটি তালিকা রয়েছে। আপনি যে পরিষেবাটি পেতে চান তার উপর ভিত্তি করে বেশ কয়েকটি ফর্ম রয়েছে৷ আপনাকে ৬ নন্বর ফর্মটি নির্বাচন করতে হবে নতুন ভোটার হতে আবেদনের জন্য।

অনলাইন আবেদন প্রক্রিয়া:

  • ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/-তে যান
  • এরপর 'National Voters Services Portal'-এ ক্লিক করুন
  • এরপর 'Apply online for registration of new voter'-তে ক্লিক করুন
  • বিস্তারিত লিখুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • 'Submit' এ ক্লিক করুন।
  • সাবমিট করার পর আপনার দেওয়া ইমেলে একটি মেল পাবেন। এই ইমেলে একটি ব্যক্তিগত ভোটার আইডি পেজের একটি লিঙ্ক থাকবে। আপনি এই পেজের মাধ্যমে আপনার ভোটার আইডি-র আবেদন ট্র্যাক করতে সক্ষম হবেন এবং আপনি আবেদন করার এক মাসের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড পাবেন।

ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:

  • একটি পাসপোর্ট সাইজ ছবি
  • পরিচয় প্রমাণ- এটি একটি জন্ম শংসাপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা বিদ্যালয়ের মার্কশিট হতে পারে।
  • ঠিকানার প্রমাণ- এটি হয় রেশন কার্ড, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ইউটিলিটি বিল (ফোন বা বিদ্যুৎ) হতে পারে।
  • ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার যোগ্যতার মানদণ্ড নিম্নরূপ:
  • আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর একটি স্থায়ী আবাসিক ঠিকানা থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

 

Advertisement