scorecardresearch
 

Bank Holiday List April 2022: এপ্রিল মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, রইল তালিকা

আরবিআই-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই মাসে গুড়ি পাড়বা (Gudi Padwa), আম্বেদকর জয়ন্তী (Babasaheb Ambedkar Jayanti) ও সরহুল   (Sarhul) থাকার জন্য বিবিন্ন জোনে ব্যাঙ্কে ছুটি থাকবে। এইভাবে মোট ১৫ দিন ছুটি থাকবে। তবে এরমধ্যে ৪টি রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও সামিল রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সামনের মাসে শুরু নয়া অর্থবর্ষ
  • প্রথম মাসেই মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • জেনে নিন বিস্তারিত তালিকা

Bank Holidays in April 2022 : পয়লা এপ্রিল শুরু হচ্ছে নায় অর্থবর্ষ। তাই অর্থবর্ষ শুরুর প্রথম মাসটি মানুষের কাছে কুবই গুরুত্বপূর্ণ। এই মাসে মানুষের ব্যাঙ্ক সংক্রান্ত বেশকিছু কাজও থাকে। তবে আসন্ন অর্থবর্ষের প্রথম মাসে বিভিন্ন জোনে বিবিধ উৎসবসহ অন্যান্য একাধিক কারণে মোট ১৫ দিন ব্যাঙ্কের কাজ হবে না। তাই ব্যাঙ্ক সংক্রান্ত কাজ ফেলে না রাখারই পরামর্শ দিচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। 

গুড়ি পাড়বা, আম্বেদকর জয়ন্তীতে বন্ধ ব্যাঙ্ক
আরবিআই-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই মাসে গুড়ি পাড়বা (Gudi Padwa), আম্বেদকর জয়ন্তী (Babasaheb Ambedkar Jayanti) ও সরহুল   (Sarhul) থাকার জন্য বিবিন্ন জোনে ব্যাঙ্কে ছুটি থাকবে। এইভাবে মোট ১৫ দিন ছুটি থাকবে। তবে এরমধ্যে ৪টি রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও সামিল রয়েছে। 

ছুটির তালিকা 
১ এপ্রিল ২০২২ শুক্রবার - অর্থবর্ষ তথা মাসের প্রথমদিন বেশিরবাগ জোনেই ব্যাঙ্কে কাজ হবে না। কারণ ওই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বার্ষিক ক্লোজিং থাকে। 
২ এপ্রিল ২০২২- গুড়ি পাড়বা/উগাডি ফেস্টিভ্যাল/নবরাত্রির প্রথম দিন/তেলুগু নববর্ষ/সজিবু নোঙ্গাম্পাম্বা (চ্যারোবা) উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগর জোনে ব্যাঙ্কের কাজ হবে না। 
৩ এপ্রিল ২০২২ রবিবার - ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
৪ এপ্রিল ২০২২ সোমবার - সরহুল উপলক্ষ্যে রাঁচি জোনে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার - বাবু রামজীবন রামের জয়ন্তী উপলক্ষ্যে হায়দরাবাদ জোনে কাজ হবে না ব্যাঙ্কগুলিতে। 
৯ এপ্রিল ২০২২ শনিবার - মাসের দ্বিতীয় শনিবার, যেদিন বন্ধ থাকে ব্যাঙ্কের কাজ। 
১০ এপ্রিল ২০২২ রবিবার - সাপ্তাহিক ছুটি
১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার - ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/তামিল নববর্ষ/চাইরোবা/বোহাগ বিহু উপলক্ষে শিলং এবং সিমলা জোন ছাড়া অন্য সব জোনে ব্যাঙ্কের কাজ হবে না।
১৫ এপ্রিল ২০২২ শুক্রবার - গুড ফ্রাইডে/বাংলা নববর্ষ/হিমাচল দিবস/বোহাগ বিহু উপলক্ষে, ব্যাঙ্কগুলি জয়পুর, জম্মু এবং শ্রীনগর ছাড়া অন্য জায়গায় কোনও কাজ হবে না ব্যাঙ্কে। 
১৬ এপ্রিল ২০২২ শনিবার - বোহাগ বিহু উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্যাঙ্কে কাজ হবে না। 
১৭ এপ্রিল ২০২২ রবিবার - সাপ্তাহিক ছুটি
২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার - গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ এপ্রিল ২০২২ শনিবার - মাসের চতুর্থ শনিবার, এদিনও বন্ধ থাকে ব্যাঙ্ক।
২৪ এপ্রিল ২০২২ রবিবার - সাপ্তাহিক ছুটি
২৯ এপ্রিল ২০২২ - শুক্রবার শব-ই-কদর/জুমাতুল-বিদা উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement

আরও পড়ুনআম এ বছর কেমন হবে? চাষিরা জানালেন...


 

Advertisement