Car Bike Insurance Renewal: গাড়ি বা বাইকের বিমা রিনিউ না করার শাস্তি কী? জানুন নিয়ম

ভারতে সমস্ত গাড়ি এবং বাইক চালকদের জন্য মোটর ভেহিকল আইনের অধীনে কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। যা সকল চালককে মানতে হবে। এর অধীনে থার্ড পার্টি বিমা থাকা বাধ্যতামূলক।

Advertisement
গাড়ি বা বাইকের বিমা রিনিউ না করার শাস্তি কী? জানুন নিয়মগাড়ি বা বাইকের বিমা রিনিউ না করার শাস্তি কী? জানুন নিয়ম
হাইলাইটস
  • প্রথম ক্ষেত্রে আপনাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে
  • দ্বিতীয়বার আপনাকে ৪০০০ টাকা দিতে হবে

ভারতে সমস্ত গাড়ি এবং বাইক চালকদের জন্য মোটর ভেহিকল আইনের অধীনে কিছু নিয়ম তৈরি করা হয়েছিল। যা সকল চালককে মানতে হবে। এর অধীনে থার্ড পার্টি বিমা থাকা বাধ্যতামূলক। বিমার মেয়াদ শেষ হওয়ার পরে, আপনাকে এটি রিনিউ করতে হবে। অন্যথায় আপনি বিমা থেকে পাওয়া সুবিধা হারাবেন। এর সঙ্গে যদি আপনি বিমা ছাড়াই আপনার গাড়ি চালান। তাহলে আপনাকে জরিমানাও দিতে হতে পারে।

তাই সময়মতো আপনার গাড়ি বা বাইকের বিমা রিনিউ না করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। এর পাশাপাশি আপনার শাস্তিও হতে পারে। জানিয়ে রাখি এই মামলায় সাজাও বাড়তে পারে। মোটরযান ভেহিকল আইনের অধীনে যদি আপনি বিমা ছাড়াই গাড়ি বা বাইক চালাতে ধরা পড়েন। তাহলে আপনাকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এ ছাড়া ৩ মাসের জেলও হতে পারে।

দ্বিতীয়বার বিনা বিমায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন। তাহলে এমন পরিস্থিতিতে সময়ের পরিমাণ বাড়বে। প্রথম ক্ষেত্রে আপনাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। তাই দ্বিতীয়বার আপনাকে ৪০০০ টাকা দিতে হবে। সেই সঙ্গে ৩ মাসের জেলও হতে পারে। সেজন্য বিমার পলিসি শেষ হওয়ার আগেই রিনিউ করা ভাল। অন্যথায় আপনাকে জরিমানা দিতে হবে। এমনকি জেলের সাজাও যথেষ্ট নয়। এ ছাড়া আরও ক্ষতির মুখে পড়তে হতে পারে। কারণ বিমা ছাড়া আপনার বাইক বা গাড়ি দুর্ঘটনা ঘটলে অথবা আপনার গাড়ি চুরি হয়ে হলে কোনও ক্লেম করতে পারবেন না। তাই একরকম ক্ষতির সম্মুখীন হবেন। তাই এমন পরিস্থিতিতে বিমা পলিসি না থাকার কারণে আপনার বড় ক্ষতি হতে পারে।

POST A COMMENT
Advertisement