Darjeeling Mail Route Change:যদিও গত ১৫ অগাস্ট থেকেই দার্জিলিং মেলের শেষ স্টেশন বদলে গিয়েছে। শিয়ালদা থেকে ছাড়া ঠিক থাকলেও এনজেপি স্টেশনের বদলে এটি হলদিবাড়ি স্টেশন পর্যন্ত যায়। উত্তরবঙ্গ, সিকিমে যেতে এই মেল চড়েন বহু মানুষ। দার্জিলিঙে যেতে এই ট্রেন প্রধান ভরসা। দার্জিলিং তো বটেই উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও যাত্রীরা দার্জিলিং মেল ধরেন। এবার গুজব ছড়িয়েছিল হঠাৎ করে এই ট্রেনটি রুট বদলে পুরনো বাংলাদেশের রুটে চলবে আগামী বছর থেকে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবরও ছেপে যায়। এরপরই তড়িঘড়ি আসরে নামে রেল। তারা জানায় দার্জিলিং মেল পুরনো রুটেই চলবে নতুন রুটে চালানোর কোনও সিদ্ধান্ত রেল নেয়নি।রিপোর্টে কী দাবি করা হয়েছে।
১৮৭৮ সালের ১ জানুয়ারি থেকে কলকাতা ও পাহাড়কে যুক্ত করেছে দার্জিলিং মেল। এই নিয়ে দ্বিতীয়বার ট্রেনের রুট বদল করার প্রস্তাব এসেছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। ট্রেনটি বর্তমানে শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত পরিষেবা দিচ্ছে।বিভিন্ন সংবাদমাধ্য়মে খবর প্রকাশিত হয়েছিল দার্জিলিং মেল যেতে পারে যে নয়া রুটে সেটি হল রানাঘাট জংশন হয়ে মালদা ভায়া বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জংশন ছুঁয়ে যাবে এই দার্জিলিং মেল। কিষানগঞ্জ হয়ে এনজেপি যাবে ট্রেনটি। বলা হচ্ছে এই রুটে যাতায়াতের মোট সময় অনেকটাই কমবে। তবে বর্তমানে বর্ধমান-বোলপুরের রাস্তা ধরে এই ট্রেনটি যায়। নিউ জলপাইগুড়ির পর থেকে এই ট্রেন জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ির দিকে যাবে।
ইতিহাস বলছে ১৮৭৮ সালের ১ জানুয়ারি এই দার্জিলিং মেল চালু হয়েছিল। সেই সময় শিয়ালদা, রানাঘাট, হার্ডিঞ্জ ব্রিজ হিলি পার্বতীপুর, নীলফামারি, হয়ে হলদিবাড়ি হয়ে এটা জলপাইগুড়িতে যেত। তবে বর্তমানে ওই রুটের কিছু এলাকা বাংলাদেশের মধ্য়ে চলে গিয়েছে। পরে ১৯৬৫ সালে এই রুটের বদল ঘটে। বর্ধমান, মালদা, কিষানগঞ্জ হয়ে এনজেপি যায় ট্রেনটি। পরে যাত্রীদের চাপে ২০২২ সালের ১৫ অগস্ট ট্রেনটির যাত্রা হলদাবাড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়।
এই নয়া রুটে মুর্শিদাবাদের বাসিন্দাদের খুব সুবিধা হবে বলেও দাবি করা হচ্ছিল। কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছে এটা তেমন কিছু হচ্ছে না।
রেল এ প্রসঙ্গে কী জানাল?
দার্জিলিং মেলের রুট বদলের জল্পনা কিন্তু মানতে নারাজ রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে জানান, 'এমন কোনও নিশ্চিত খবর নেই। বিষয়টা পুরোপুরি জল্পনা।' সোশ্যাল মিডিয়ার দাবি প্রসঙ্গে তিনি জানান, 'সামাজিক মাধ্যমে এমন অনেক অনিশ্চিত খবর থাকে, যেমন কয়েকদিন আগেই দাবি করা হয়েছিল আসানসোল থেকে বন্দে ভারত চালানো হবে। কিন্তু সেটা আসলে ভুয়ো ছিল।'
বর্তমানে কোন রুটে চলছে দার্জিলিং মেল?
১৪৫ বছর ধরে চলমান এই ঐতিহ্যবাহী ট্রেনটি ভারতীয় রেলের অনেক বিবর্তনের সাক্ষী। বর্তমানে শিয়ালদা থেকে প্রতিদিন রাত ১০ টা বেজে ৫ মিনিটে ছাড়ে দার্জিলিং মেল। ১৯৬৫ সাল থেকে এখন পর্যন্ত ট্রেনটি শিয়ালদা- বর্ধমান- বোলপুর- কিষাণগঞ্জ হয়ে এনজিপি পর্যন্ত চলছে। ২০২২ সালের ১৫ অগাস্ট এই ট্রেনটির যাত্রাপথ হলদিবাড়ি পর্যন্ত বিস্তৃত করা হয়।