FlipKart Big Bachat Dhamal Sale: দুপুর ১২ টা এবং রাত ১০টায় সবচেয়ে সস্তা

FlipKart Big Bachat Dhamal Sale- এর ঘোষণা হয়ে গিয়েছে। ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে এবং ৬ মার্চ পর্যন্ত চলবে। ফ্লিপকার্ট ধামাল সেলে স্মার্ট ফোন, টিভি, ইলেকট্রনিক্স, সেলে দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। কাস্টমস রেফারেল অপশন-এ একাধিক জিনিস কিনতে পারবেন।

Advertisement
FlipKart Big Bachat Dhamal Sale: দুপুর ১২ টা এবং রাত ১০টায় সবচেয়ে সস্তাFlipKart এ মহা বচত অফার
হাইলাইটস
  • FlipKart Big Bachat Dhamal Sale
  • দুপুর ১২ টা এবং রাত ১০টায় সবচেয়ে সস্তা
  • ৪ থেকে ৬ মার্চ খোলা থাকবে শপিং উইন্ডো

FlipKart Big Bachat Dhamal Sale- এর ঘোষণা হয়ে গিয়েছে। ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে এবং ৬ মার্চ পর্যন্ত চলবে। ফ্লিপকার্ট ধামাল সেলে স্মার্ট ফোন, টিভি, ইলেকট্রনিক্স, সেলে দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। কাস্টমস রেফারেল অপশন-এ একাধিক জিনিস কিনতে পারবেন।

এটা নিয়ে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এর একটি ডেডিকেটেড পেজ বানানো হয়েছে। যার মধ্যে সমস্ত অফারের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। বিগ বাজার ধামাল সেলের সময়ে ফ্লিপকার্ট নতুন ডিল এর কম্বো অফার এর সঙ্গে প্রতিদিন দুপুর ১২ টা, সকাল ৮ টা এবং বিকেল ৪ টা কে বানাবে। এই প্রোডাক্ট ১২ টা, এবং রাত ১০ টায় সবচেয়ে কম দামে পাওয়া যাবে।

বিগ বাজার ধামাল সেলের সময়ে ফ্লিপকার্ট ডিল এর কম্বো অফার এর সঙ্গে প্রতিদিন দুপুর ১২ টা, রাত্রি ৮ টা এবং বিকেল চারটায় কম্বো বানাবে। এই প্রোডাক্ট ১২ টার সময় দুপুরে এবং রাত ১০ টায় বিশেষভাবে সবচেয়ে কম দামে পাওয়া যাবে।

ফ্লিপকার্ড বিগ বচত ধামাল সেলে প্রডাক্ট ডিসকাউন্ট নিয়ে কোম্পানি টিজার বের করা শুরু করে দিয়েছে। সে সময়ে ইউপিআই ট্রানজাকশন করলে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া আইডিএফসি ফাস্ট ব্যাংক এবং ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১০% সরাসরি ছাড় পাবেন। এছাড়া স্মার্টফোন কিনলে নো কস্ট ইএমআই এবং পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আলাদা সুবিধা পাওয়া যাবে।

চ্যানেল ফ্লিপ কার্ট নিয়ে আরও বেশ কিছু তথ্য সামনে আসতে পারে। ভেরিয়েবল ওয়ারলেস ইয়ারফোন এবং গেমসের বেশ কিছুদিন এবং ছাড় মিলতে পারে। এমন মনে করা হচ্ছে ডিলসের বিষয়ে কোম্পানি সেল এর আগে জানাবে।

 

POST A COMMENT
Advertisement