scorecardresearch
 

E-SHRAM Card কীভাবে করবেন রেজিস্ট্রেশন? দ্রুত আসবে দ্বিতীয় কিস্তির টাকা

E-SHRAM Card কীভাবে করবেন রেজিস্ট্রেশন? দ্রুত আসবে দ্বিতীয় কিস্তির টাকা। দ্রুত রেজিস্ট্রেশন করে ফায়দা তুলে নিন। মিলবে ২ লক্ষের বিমাও।

Advertisement
ই-শ্রম কার্ডের ফায়দা ই-শ্রম কার্ডের ফায়দা
হাইলাইটস
  • E-SHRAM Cardm এর নানা ফায়দা
  • দ্রুত আসবে দ্বিতীয় কিস্তির টাকা
  • কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

ভারত সরকার এর গরিব কল্যাণ এর সঙ্গে জড়িত বিভিন্ন যোজনা চলছে। এর মধ্যে একটা যোজনা ই-শ্রম কার্ড। এই স্কিমের লাভ নিয়ে মানুষ নিজের জীবন শুধরে নিতে পারেন। এই যোজনার অনুসারে এটা খাস প্রকারের কার্ড বানানো হয়েছে। যেখানে শ্রমিকরা বিভিন্ন ফায়দা পেতে পারেন। আমাদের দেশে একটা বড় জনসংখ্যা। অসংগঠিত ক্ষেত্রে কাজ করে যদি আপনি দৈনিক মজুর কিংবা দৈনিক আয়কারী, কনস্ট্রাকশন, কর্মচারী, সবজি বিক্রেতা, পরিচারক, পরিচারিকা অন্য কোনও ধরনের মজুরি সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে।

বিশেষ ব্যাপারটা হল যে ই-শ্রম কার্ড ধারকেরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অন্তর্গত দু'লাখ টাকা বিমার সুবিধা পাবেন। এ ছাড়া আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে গরিব পরিবার ১ হাজার টাকা প্রতিমাসে পান। এর প্রথম ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়।

ই-শ্রম কার্ড এর জন্য কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন

এক সবার আগে আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে।

দুই এরপর রেজিস্ট্রেশনের জন্য পেজের একদম সাইডে আইকন মজুত থাকবে।

তিন এরপর রেজিস্ট্রেশন এর উপর ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আধার লিঙ্ক মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড দিতে হবে।

চার এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন ফরম খুলে যাবে।

পাঁচ এরপর আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম ভর্তি করতে পারবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন পূরণ হয়ে যাবে।

ছয় সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।

সরকার আরও বেশকিছু পেনশন স্কিম চালাচ্ছে। যার মধ্যে আপনি যে কোনও পেনশন স্কিম এর যোজনার লাভ নিতে পারেন। আপনার এই ই-শ্রম কার্ডে স্কিম লাভ করতে চাইলে সেগুলি  আপনি পাবেন না। সেখানে পিএম কিষান যোজনা অনুষ্ঠানে পয়সা পাবেন না, যদি আপনি এখনই তা করতে চান, তাহলে রেজিস্ট্রেশন করতে পারেন।

Advertisement

 

Advertisement