Fixed Deposits With High Return: বর্তমানে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের প্রচুর বিকল্প রয়েছে। কিন্তু স্থায়ী আমানতে সুদের হার (Fixed Deposit Interest Rate) বৃদ্ধির ফলে অনেক সেভিংস স্কিমের চেয়ে ব্যাঙ্কের স্থায়ী আমানতে বর্তমানে অনেকটা বেশি সুদ পাওয়া যাচ্ছে।
২০২২ সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত রেপো রেট ২.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর জেরে অনেক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। তাই অনেকেই এখন বিভিন্ন সরকারি স্কিমের চেয়ে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) টাকা ঢালতে চাইছেন। চলুন জেনে নেওয়া যাক এমন ৩ ব্যাঙ্কের নাম যেগুলিতে মাত্র এক বছরের মেয়াদেও স্থায়ী আমানতে ৭.৫% সুদ পাওয়া যায়...
আরও পড়ুন: FD-তে ৮.৫% সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক
বর্তমানে, Suryoday Small Finance Bank সমস্ত ব্যাঙ্কের তুলনায় FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কের সুদের হার ৮.৫১ শতাংশ৷ এর পরেই রয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেখানে বার্ষিক সুদের হার ৮.৫০ শতাংশ। এর পরে, ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে স্থায়ী আমানতে বার্ষিক ৮% সুদ দেয়৷ বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে, এসবিএম ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ডয়েচে ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, সিএসবি ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক বছরে প্রায় ৬.৫০% সুদ দেয়।
এক বছরের মেয়াদী আমানতে সর্বাধিক সুদ:
• ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এক বছরের মেয়াদের স্থায়ী আমানতে সুদ ৭.৫০ শতাংশ।
• উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এক বছরের মেয়াদী স্থায়ী আমানতে সুদ ৭.৫০ শতাংশ।
• শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এক বছরের মেয়াদের স্থায়ী আমানতে সুদ ৭.৫০ শতাংশ।