হোলির আগে স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত পূর্ব রেলের। রবিবার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই পুরী ও রক্সৌল অবধি ২টি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। সেই অনুযায়ী, আগামী ১৭ তারিখে রাত্রি ১১:৫০ মিনিটে ছাড়বে ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল, যা পৌঁছবে পরদিন সকাল ৯:৩৫ মিনিটে। পাশাপাশি ১৮ তারিখ দুপুর ২ নাগাদ ছাড়বে ০৩১০২ পুরী- কলকাতা স্পেশাল, যা হাওড়া পৌঁছবে রাত ১১:৪৫ মিনিটে। হাওড়া এসে পৌঁছবে। ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালাসর, ভদ্রক, কটক,ভুবনেশ্বর, খুর্দা রোডে থামবে।
অন্যদিকে কলকাতা-রক্সৌল স্পেশাল ট্রেনটি আগামী যাত্রা শুরু করবে ১৫ তারিখে রাত ১১:৫০ মিনিটে, যা রক্সৌলে পৌঁছবে দুপুর ১:৩৫ মিনিটে। আবার ওই দিনই রাত ৯টা নাগাত ছাড়বে ০৩১৩৪ রক্সৌল-কলকাতা স্পেশাল, যা কলকাতায় পৌঁছবে পরের দিন দুপুর ১২:৩৫ মিনিটে। যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জশিডি, ঝাঁঝা, কিউল,বারাউনি, সমস্তিপুর, দারভাঙ্গা, জনকপুর রোড, সীতামারী, বাইরগানিয়া, ঘোরাসাহানর মতো স্টেশনেগুলিতে দাঁড়াবে ট্রেনটি।
০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল এবং ০৩১৩৩ কলকাতা- রক্সৌল স্পেশাল উভয় ট্রেনের টিকিটই ৮ তারিখ থেকে পাওয়া যাবে। বুকিং কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে বলে রেল সূত্রে খবর। ট্রেন ২টিতে এসি থ্রি টিয়ার ও স্লিপার কোচ থাকবে। অতিরিক্ত বিশেষ ভাড়াতেই এই দুটি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। তবে ট্রেন দুটিতে তৎকাল ও কোনও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে না।
আরও পড়ুন - দ্বাদশ শ্রেণিতে মাত্র ২৪ নম্বর পেয়েও UPSC-তে উত্তীর্ণ, IAS অফিসারের ট্যুইট VIRAL