Activa e: ইলেকট্রিক অ্যাকটিভা লঞ্চ হল ভারতে! ফিচার্স, রেঞ্জ-সহ সব তথ্য এক নজরে

অবশেষে ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে এল Honda। শুরুতেই ধামাকা। জনপ্রিয় অ্যাকটিভার ইলেকট্রিক ভার্সান, Activa e লঞ্চ হল। ই-স্কুটার দু'টি ভ্যারিয়েন্টে পাবেন – Standard এবং Sync Duo। Activa ইলেকট্রিকের বুকিং ১ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ডেলিভারি চালু হবে।

Advertisement
 ইলেকট্রিক অ্যাকটিভা লঞ্চ হল ভারতে! ফিচার্স, রেঞ্জ-সহ সব তথ্য এক নজরেঅ্যাকটিভা ই-স্কুটার লঞ্চ করল হোন্ডা।

অবশেষে ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে এল Honda। শুরুতেই ধামাকা। জনপ্রিয় অ্যাকটিভার ইলেকট্রিক ভার্সান, Activa e লঞ্চ হল। ই-স্কুটার দু'টি ভ্যারিয়েন্টে পাবেন – Standard এবং Sync Duo। Activa ইলেকট্রিকের বুকিং ১ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ডেলিভারি চালু হবে। প্রাথমিকভাবে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে এই স্কুটার পাওয়া যাবে। পরে ধীরে ধীরে অন্যান্য শহরেও মিলবে।

Activa e: গুরুত্বপূর্ণ ফিচার্স

Honda Activa e-তে ১.৫kWh-এর দু'টি সোয়াপেবল ব্যাটারি থাকছে। ফুল চার্জে ১০২ কিমি রেঞ্জ পাবেন। ব্যাটারির পোশাকি নাম Honda Mobile Power Pack e। ইতিমধ্যেই দিল্লি এবং বেঙ্গালুরুতে ব্যাটারি বদলানোর স্টেশন স্থাপন করা হয়েছে। সংস্থা জানিয়েছে, মুম্বইতেও শীঘ্রই চালু হবে।

ইলেকট্রিক অ্যাকটিভাতে ৬kW-এর পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস ইলেকট্রিক মোটর  রয়েছে। এটি ২২Nm টর্ক জেনারেট করে। তিনটি রাইডিং মোড রয়েছে – Econ, Standard এবং Sport। Sport মোডে স্কুটারটি সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টা গতিতে চলবে। সংস্থার দাবি, ০-৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে মাত্র ৭.৩ সেকেন্ড লাগে।

টেকনোলজি এবং ডিজাইন ফিচার্স

Honda Activa e: সাত-ইঞ্চি TFT স্ক্রিন দেওয়া হয়েছে। Honda RoadSync Duo স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বিভিন্ন কানেক্টিভিটি ফিচার্সও পেয়ে যাবেন। স্ক্রিনে ন্যাভিগেশন, ডে এবং নাইট মোড সাপোর্ট আছে। এবং হ্যান্ডেলের টগল সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায়। H-Smart কী ফিচার রয়েছে। এর মাধ্যমে চাবি ব্যবহার করেই আধুনিক গাড়ির মতো Smart Find, Smart Safe, Smart Unlock এবং Smart Start-এর মতো ফিচার্স পাবেন।

ই-অ্যাকটিভার ব্যাকসাইডের ছবি।
ই-অ্যাকটিভার ব্যাক লুক।

১২-ইঞ্চির অ্যালয় হুইলস, টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশন রয়েছে। ব্রেকিং সিস্টেমের জন্য ডিস্ক-ড্রাম কম্বিনেশন ব্যবহৃত হয়েছে।

কালার অপশনস

Honda Activa e: মোট পাঁচটি আকর্ষণীয় কালারে পাবেন:

  • Pearl Shallow Blue
  • Pearl Misty White
  • Pearl Serenity Blue
  • Matt Foggy Silver Metallic
  • Pearl Igneous Black

ভারতে ই-স্কুটার

বর্তমানে একটু দামী ই-স্কুটারের ক্ষেত্রে বাজারে শুধুমাত্র ওলা ইলেকট্রিক, এথারের ই-স্কুটার এবং টিভিএস-এর আই কিউব লিড করছে। ফলে সেই বাজারে হন্ডার নতুন ইলেকট্রিক অ্যাকটিভা আসাটা নিঃসন্দেহে ভাল খবর। অ্যাকটিভার আইসিই ভার্সানের এমনিতেই বেশ ভাল চাহিদা আছে। সেই গুডউইল ইলেকট্রিকেও থাকে কিনা, এখন সেটাই দেখার। তবে পুরোটাই দামের উপর নির্ভর করছে। এখনও দামের বিষয়ে কিছু জানায়নি সংস্থা। আইসিই ভার্সানের আশেপাশেই দাম হলে আপনি কি এটা কিনবেন? জানান কমেন্টে। 

Advertisement

POST A COMMENT
Advertisement