Electric Bill Reduce Tips And Tricks : ঠিক এই সময় AC, ফ্রিজ বন্ধ রাখলে কম আসবে বিদ্যুতের বিল

গরম পড়ল মানেই মধ্যবিত্তের ভয়। এই বুঝি ইলেকট্রিক বিল বেশি এল। সেজন্য গরম সহ্য করেও অনেকে এসি, ফ্রিজ মাঝে মাঝেই বন্ধ রাখেন। কিন্তু এমন কতগুলো নিয়ম রয়েছে যেগুলো মানলে বিল কম আসবেই। যেমন একটা নির্দিষ্ট সময় এসি-ফ্রিজ, বন্ধ রাখলে বিলের উপর তেমন প্রভাব পড়বে না। কী কী সেই টিপস ?

Advertisement
ঠিক এই সময় AC, ফ্রিজ বন্ধ রাখলে কম আসবে বিদ্যুতের বিলফাইল ছবি
হাইলাইটস
  • গরম পড়ল মানেই মধ্যবিত্তের ভয়
  • তবে এই সময়গুলিতে AC-ফ্রিজ বন্ধ রাখলেই কামাল
  • কম আসবে ইলেকট্রিক বিল

গরম পড়ল মানেই মধ্যবিত্তের ভয়। এই বুঝি ইলেকট্রিক বিল বেশি এল। সেজন্য গরম সহ্য করেও অনেকে এসি, ফ্রিজ মাঝে মাঝেই বন্ধ রাখেন। কিন্তু এমন কতগুলো নিয়ম রয়েছে যেগুলো মানলে বিল কম আসবেই। এসি-ফ্রিজ, পাখা চালালেও বিলের উপর তেমন প্রভাব পড়বে না। কী কী সেই টিপস ? 

AC-কীভাবে চালাবেন ? 

গবেষণায় প্রকাশ রাতে AC চালানোর সময় সঠিক তাপমাত্রা সেট করুন। তাপমাত্রা যত কমাবেন, কম্প্রেসর তত বেশি চলবে, ফলে তত বেশি বিদ্যুৎও খরচ হবে। তাই আপনি যত বেশি তাপমাত্রা সেট করবেন তত বিল কম আসবে। গবেষণায় এও দাবি করা হয়েছে, ২৪ ডিগ্রিতে এসি সেট করে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। 

আরও একটি টিপস হল, এসি সারারাত চলার ফলে ঘর এমনিতেই ঠাণ্ডা হয়ে যায়। তাই ভোরের দিকে এসি বন্ধ করে দিন। তাহলে বিলের সাশ্রয় হবে। 

আরও পড়ুন : আর ফ্রি-তে দেখা যাবে না Jio Cinema-দিতে হবে টাকা? এল বড় আপডেট

ফ্রিজ : গরমে দিন-রাত ফ্রিজ চলে। সেটাই স্বাভাবিক। কিন্তু গরমেও ফ্রিজ বন্ধ রাখতে পারেন। তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে। যখন দেখবেন ফ্রিজ অনেকক্ষণ ধরে চলছে, ঠাণ্ডা হয়ে গেছে তখন কিছুক্ষণের জন্য হলেও ফ্রিজ বন্ধ করে রাখুব। এতে বিল কম আসবে। 

বাড়িতে এমন যদি কোনও ইলেকট্রিক আইটেম থাকে যেটি আপনি ব্যবহার করেন না, তাহলে তা খুলে ফেলুন। এটা করতে পারলে বছরে গড়ে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। এছাড়াও, টিভি, ফ্রিজ বা এসি যদি দীর্ঘদিন বাড়িতে পড়ে থাকে, তাহলে খুলে ফেলুন। 

LED বাল্ব ও টিউব লাইট ব্যবহার করুন : বিল কম আসবে যদি আপনি এই টিপসটি মেনে চলেন। দিনে হোক বা রাতে  বাড়িতে  LED বাল্ব ও টিউব লাইট ব্যবহার করার চেষ্টা করুন। কারণ, অন্য আলোর তুলনায় 
LED বাল্ব ও টিউব লাইটের বিদ্যুৎ খরচ কম হয়। 

Advertisement

রেটিং খেয়াল রাখুন : গত কয়েক বছরে স্মার্ট ইলেকট্রিক পণ্যের বিক্রি বেড়েছে। AC, ফ্রিজ বা অন্য কোনও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কেনার সময় সচেতন থাকুন। সেগুলোর রেটিং চেক করুন। জেনে রাখো ভালো, ফাইভ স্টার রেটিং ওয়ালা পণ্য কম শক্তি খরচ করে। তাই বিদ্যুতের বিল কমাতে, আপনার ফাইভ স্টার রেটযুক্ত পণ্য কেনা উচিত।


 
POST A COMMENT
Advertisement