এবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনেই। আগে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটে অনলাইনে এই শংসাপত্র পাওয়া যেত। পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় শুধুমাত্র ম্যানুয়ালি এত দিন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যেত। এর ফলে সাধারণ মানুষ অনেক অসুবিধার মধ্যে পড়তেন। সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে রাজ্যের সাধারণ মানুষের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন মাধ্যমে চালু করা হলো বলে জানানো হয়েছে ভবানী ভবনের পক্ষ থেকে।
কোন ওয়েবসাইটে করা যাবে আবেদন?
PCC.WB.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও করা যাবে এই আবেদন। খুব বেশি সময়ও লাগবে না এই সার্টিফিকেট হাতে পেতে। আবেদন করার ৭২ ঘণ্টা থেকে এক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে এই সার্টিফিকেট। অনলাইনেই পাওয়া যাবে এই সার্টিফিকেট। পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এই আবেদন করা যেতে পারে অনলাইনেই । তবে শুধু অনলাইনে নয়, ম্যানুয়ালিও করা যাবে এই আবেদন। শুধুমাত্র পাসপোর্ট এর ক্ষেত্রেই নয় এই সার্টিফিকেট ইমিগ্রেশন বিদেশে কাজ করতে যাওয়ার জন্য যেমন এই সার্টিফিকেট পাওয়া যায়, তেমনই পশ্চিমবঙ্গেও বিভিন্ন কাজের জন্য এই সার্টিফিকেট প্রয়োজন হয়।
কীভাবে করবেন আবেদন?
আগামী ১ থেকে দু সপ্তাহের মধ্যে আরও একটি পরিষেবা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। PCC.WB.gov.in ওয়েব সাইট এ গিয়ে অ্যাপ্লাই ফর পিসিসি তে ক্লিক করলে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে । তারপরে অ্যাপ্লিকেশন পেজ আসবে । এবং অ্যাপ্লিকেশন পেজে প্রয়োজনীয় তথ্য ফিলাপ করার পর সাবমিট করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপি ইন্টার করার পর কতদিনের মধ্যে এই সার্টিফিকেট চাইছেন সেখানে ক্লিক করতে হবে। পেমেন্টের অপশন আসবে ৩০০ টাকা পেমেন্ট করার পর এপ্লিকেশন সাবমিট করতে হবে। এপ্লিকেশন সাবমিট করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার এসপি অফিস এবং স্থানীয় থানার আধিকারিকরা জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনের বিষয়