রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বৃদ্ধির পর দেশের প্রাইভেট ও পাব্লিক সেক্টরের ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপরে সুদের হার বাড়ানোর পাশাপাশি নতুন স্কিমও লঞ্চ করছে। এক্ষেত্রে ২ কোটি টাকার কম অঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank Fixed Deposit Interest Rates 2022)। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৯ ডিসেম্বর ২০২২ থেকে এটি লাগুও হয়ে গিয়েছে। এছাড়া ৫৫৫ দিনের একটি নতুম ফিক্সড ডিপোজিট প্ল্যানও লঞ্চ করা হয়েছে। নয়া এই স্কিমের নাম দেওয়া হয়েছে ' IND Shakti 555 Days'।
ইন্ডিয়ান ব্যাঙ্কের এই ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে, ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। আর সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১৫ শতাংশ হারে সুদ। কমপক্ষে ৫০০০ টাকা দিয়েই এই স্কিমে বিনি করা যেতে পারে। এছাড়া ৭ থেকে ২৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়ার ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে ২.৮০ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া FD গুলিতে দেওয়া হচ্ছে ৩ শতাংশ হারে সুদ। আর ৪৬ থেকে ৯০ দিনের মধ্যে যে স্কিমগুলি ম্যাচিওর হবে, সেগুলিতে দেওয়া হচ্ছে ৩.২৫ শতাংশ হারে সুদ।
৯১ থেকে ১২০ দিনের মধ্যে যে FD গুলি ম্যাচিওর হবে সেগুলিতে দেওয়া ৩.৫০ শতাংশ হারে সুদ। ১২১ থেকে ১৮০ দিনের মধ্যে যে বিনিয়োগগুলি ম্যাচিওর হবে, সেগুলিতে মিলছে ৩.৮৫ শতাংশ হারে সুদ। আর ১৮১ দিন থেকে ৯ মাসের কম সময়ে যে ডিপোজিটগুলি ম্যাচিওর হবে সেগুলিতে সুদের পরিমান ৪.৫০ শতাংশ হারে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটগুলিতে ৪.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১ বছরে যেগুলি ম্যাচিওর হবে তাতে মিলছে ৬.১০ শতাংশ হারে সুদ। ৩ বছরের কম সময়ের এফডি-গুলিতে সুদের হার ৬.৩০ শতাংশ। তিন থেকে পাঁচ বছরের মধ্যে যেগুলি ম্যাচিওর হবে তাতে মিলছে ৬.২৫ শতাংশ সুদ। আর পাঁছ বছরের বেশি সময়র এফডি-তে মিলছে ৬.১০ শতাংশ সুদ। এছাড়া ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের সিনিয়র সিটিজেন গ্রাহকদের ১০ কোটি টাকা পর্যন্ত এফডি-তে স্ট্যান্ডার্ড রেটের চেয়ে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে।
আরও পড়ুন - পিকনিকের মাঝেই আইসক্রিম খুঁজে পাচ্ছে না শিশুটি, আপনি দেখতে পেয়েছেন?