Liquor Price Slashed: সুরাপ্রেমীদের জন্য সুখবর! এক ধাক্কায় অনেকটা দাম কমলো মদের

কোন মদের কত দাম তারও একটি নতুন তালিকা প্রকাশও করেছে রাজ্য আবগারি দফতর। গত শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্য আবগারি দফতরের পোর্টালে। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন বা BEVCO-র পোর্টাল থেকে সরাসরি নতুন দামের তালিকা দেখা যেতে পারে। ওয়েবসাইটের হোম পেজে প্রাইস লিস্ট ট্যাবে নির্দিষ্ট ঘর ফিল আপ করলেই দামের তালিকা ফুটে উঠবে স্ক্রিনে।

Advertisement
এক ধাক্কায় অনেকটা দাম কমলো মদেরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ১৬ নভেম্বর মঙ্গলবার রাত থেকে এক ধাক্কায় অনেকটা দাম কমলো মদের।
  • বিশেষত ভারতে তৈরি হওয়া বিদেশি ব্র্যান্ডের মদের দাম (Indian Made Foreign Liquor) এক লপ্তে অনেকটাই কমিয়ে দিল রাজ্য আবগারি দফতর

ঘোষণা হয়েছিল অনেক দিন আগেই তবে উৎসবের মরশুম শেষ হওয়ার পরেই সুরাপ্রেমীরা সুখবর পেলেন। গত কাল ১৬ নভেম্বর মঙ্গলবার রাত থেকে এক ধাক্কায় অনেকটা দাম কমলো মদের। বিশেষত ভারতে তৈরি হওয়া বিদেশি ব্র্যান্ডের মদের দাম (Indian Made Foreign Liquor) এক লপ্তে অনেকটাই কমিয়ে দিল রাজ্য আবগারি দফতর। রাম, হুইস্কি, ভদকা বা বিয়ার (IMFL) - দাম কমেছে প্রায় সব মদেরই।

কোন মদের কত দাম তারও একটি নতুন তালিকা প্রকাশও করেছে রাজ্য আবগারি দফতর। গত শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্য আবগারি দফতরের পোর্টালে। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন বা BEVCO-র পোর্টাল থেকে সরাসরি নতুন দামের তালিকা দেখা যেতে পারে। ওয়েবসাইটের হোম পেজে প্রাইস লিস্ট ট্যাবে নির্দিষ্ট ঘর ফিল আপ করলেই দামের তালিকা ফুটে উঠবে স্ক্রিনে।

এখান থেকেই ইউজারনেম অনুসারে ডিলাররা মদের বিক্রয়মূল্য জানতে পারেন। আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে। তার পর নতুন নির্দেশিকা আনা হবে বলে জানা গিয়েছে। সে ক্ষেত্রে রাজ্য ফের মদের দাম বাড়ানোর পথে হাঁটবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছিল, আগামী কয়েক দিন কোনও ডিলারকেই নতুন করে বিলিতি মদ সরবরাহ করা হবে না। এই সময় পুরনো স্টকের মদের বোতলে নতুন দাম ফেলা হবে। তবে বেভকো-র পোর্টাল নতুন করে কার্যকর হওয়ার পরই ডিলাররা মদ তুলতে পারবেন।

লক ডাউন চলাকালীন সমস্ত দোকান বন্ধ ছিল। দীর্ঘ দিন পর মদোর দোকান খোলায় সেখানে লাইন ছিল চোখে পড়ার মতো। মাঝে মদের দাম বাড়ছে এই খবর প্রচার হওয়ায় ফের একবার একই দৃশ্য প্রত্যক্ষ করা গিয়েছিল। মদের দোকানের সামনে কিলোমিটার লম্বা লাইন পড়েছিল সুরাপ্রেমীদের। সে সময় মদের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। আপাতত সেই জায়গায় খানিকটা স্বস্তি মিলল তাঁদের।

Advertisement

 

POST A COMMENT
Advertisement