আজকের দুনিয়ায় সবাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। মূল্যবৃদ্ধি দিনে দিনে যেভাবে আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে কীভাবে চলবে, সেটাই এখন ভাবনার বিষয়। ভবিষ্যৎ নিরাপদ করার জন্য মানুষ বিনিয়োগ ও সঞ্চয়ের বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। কেউ রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন,কেউ চিরাচরিত সোনা কিনে রাখেন। তবে বিনিয়োগের সেরা মাধ্যম এসআইপি। এতে আপনি কয়েক বছরের জন্য প্রতিদিন মাত্র ৫০ টাকা সঞ্চয় করে কোটিপতি হতে পারেন।
এসআইপি-র গুরুত্ব জানতেন আইনস্টাইনও
আসলে, SIP-এর সবচেয়ে বড় লাভ হল কমাউন্টিং। যাকে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিশ্বের অষ্টম আশ্চর্য বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, যাঁরা এই অষ্টম আশ্চর্য অর্থাৎ চক্রবৃদ্ধি বোঝেন, তাঁরা উপার্জন করেন। আর যাঁরা বোঝেন না তাঁরা কিছুই পান না।
৫০ টাকায় কোটিপতি হওয়ার গণিত
এসআইপি কী সেটা বোঝার জন্য গ্রো-র এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করেছি। এই ক্যালকুলেটর অনুযায়ী, আপনি যদি প্রতিদিন ৫০ টাকা অর্থাৎ মাসে ১,৫০০ টাকা করে একটি এসআইপি করেন এবং ধরে নেন এতে বার্ষিক রিটার্ন ১৫ শতাংশ, তাহলে ৩০ বছরে আপনার বিনিয়োগ বেড়ে হবে ১ কোটি টাকার বেশি। এই হিসাব অনুযায়ী, আপনার মোট বিনিয়োগ হবে ৫.৫০ লক্ষ টাকা। চক্রাকার সুদের হারে সেটাই দেখাবে ১,0৫,১৪,৭৩১ টাকা।
যদি দৈনিক ১০০ টাকা সঞ্চয় করেন...
আপনি যদি বিনিয়োগের পরিমাণ একটু বাড়ান, তাহলে আরও বেশি সঞ্চয় করতে পারবেন। ধরুন আপনার বয়স এখন ৩০ বছর। অবসর নেওয়া পর্যন্ত আপনাকে ২ কোটি টাকার একটি তহবিল করতে হবে। তাহলে আপনি প্রতিদিন মাত্র ১০০ টাকা সাশ্রয় করুন। প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করলে, মাসিক বিনিয়োগ হবে ৩০০০ টাকা। ১৫% রিটার্নের উপর ভিত্তি করে, ৩০ বছর পর অর্থাৎ যখন আপনি অবসর নেবেন তখন আপনার কাছে থাকবে ২.১০ কোটি টাকা।
২০ বছরে কোটিপতি কীভাবে?
ধরা যাক আপনি ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে চান না। আপনি শীঘ্রই কোটিপতি হতে চান। তাই এমন পরিস্থিতিতে আপনাকে বিনিয়োগের পরিমাণ একটু বাড়াতে হবে। আপনি যদি ২০ বছরে কোটিপতি হতে চান, তাহলে আপনার প্রতি মাসে ৭০০০ টাকা করে বিনিয়োগ করা উচিত। এই বিনিয়োগে বার্ষিক ১৫ শতাংশ রিটার্নে আগামী ২০ বছরে আপনি ১.০৬ কোটি টাকার মালিক হবেন।
আরও পড়ুন- প্রথম দিনেই টাকা ডবল, দেড় বছরে এই IPO ১৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ