Kolkata Metro Rail Introduces QR Code Based Ticketing System: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য চালু হয়েছে নয়া পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে কিউআর কোড দিয়ে টোকেন কাটা যাবে। শনিবার থেকে সেই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। বলা যেতে পারে এখন মেট্রোর টিকিট কাটা যেন হাতের মুঠোয়। এর ফলে যাত্রীদের সময় বাঁচবে। ভিড় এড়ানো যাবে।
কীভাবে কাটবেন কিউআর কোড দিয়ে টিকিট
এবার জেনে নেওয়া যাক কী করে কিউআর কোড ব্যবহার করা যাবে। এটা খুব সহজ। ব্যবহার করলেই তা বোঝা যাবে। জেনে নিই সেই পদ্ধতি।
আরও পড়ুন: এই ভাবে কানের ময়লা বের করেন? পর্দা ফাটতে পারে যে কোনও মুহূর্তে!
শুক্রবার ট্রায়াল হয়েছিল
শনিবার নয়া পরিষেবা শুরু হয়েছে। তবে আগে তার ট্রায়াল হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি। কলকাতা মেট্রো জানিয়েছে, খুব তাড়াতাড়ি এই পরিষেবা নর্থ-সাউথ করিডরেও চালু করে দেওয়া হবে। তবে এ কাজের জন্য মাস কয়েক সময় লাগবে। কারণ কিউআর কোড স্ক্যানার বসাতে হবে, সেখানে থাকা এএফসি গেটের হার্ডঅয়্যার আপডেট করতে হবে। তাই এই সময়।
যাত্রীদের সুবিধা
মেট্রোর দাবি, নয়া পরিষেবা চালুর ফলে যাত্রীদের আরও সুবিধা হবে। যাতায়াত আরও সহজ হবে। মেট্রোর জেনারেল ম্যানেজার নিজেই কিইআর কোডের সাহায্যে টিকিট কাটেন। বিধাননগরের সেক্টর ফাইভ স্টেশন থেকে যান করুণাময়ীতে।