scorecardresearch
 

Kolkata Metro-য় QR Code দিয়ে কী করে টিকিট মিলবে, জেনে নিন

Kolkata Metro Rail Introduces QR Code Based Ticketing System: এবার জেনে নেওয়া যাক কী করে কিউআর কোড ব্যবহার করা যাবে। এটা খুব সহজ। ব্যবহার করলেই তা বোঝা যাবে। জেনে নিই সেই পদ্ধতি।

Advertisement
মেট্রোর নয়া পরিষেবা (প্রতীকী ছবি) মেট্রোর নয়া পরিষেবা (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • কলকাতা মেট্রো যাত্রীদের জন্য চালু হয়েছে নয়া পরিষেবা
  • ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে কিউআর কোড দিয়ে টোকেন কাটা যাবে
  • এবার জেনে নেওয়া যাক কী করে কিউআর কোড ব্যবহার করা যাবে

Kolkata Metro Rail Introduces QR Code Based Ticketing System: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য চালু হয়েছে নয়া পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে কিউআর কোড দিয়ে টোকেন কাটা যাবে। শনিবার থেকে সেই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। বলা যেতে পারে এখন মেট্রোর টিকিট কাটা যেন হাতের মুঠোয়। এর ফলে যাত্রীদের সময় বাঁচবে। ভিড় এড়ানো যাবে।

কীভাবে কাটবেন কিউআর কোড দিয়ে টিকিট
এবার জেনে নেওয়া যাক কী করে কিউআর কোড ব্যবহার করা যাবে। এটা খুব সহজ। ব্যবহার করলেই তা বোঝা যাবে। জেনে নিই সেই পদ্ধতি।

আরও পড়ুন: এই ভাবে কানের ময়লা বের করেন? পর্দা ফাটতে পারে যে কোনও মুহূর্তে!

  • গুগল প্লে স্টোর থেকে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করুন
  • নতুন ব্যবহারকারীরা ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে সাইন আপ করুন
  • এবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
  • নিজের লোকেশন অন রাখুন
  • এরপর য়ান বুকিং-এ
  • তারপর বুক কিউআর টিকিট খুলুন
  • এরপর টিকিটের ধরন, কোথা থেকে উঠবেন এবং কোথায় যাবেন
  • নিজের টিকিট বুক করে নিন
  • নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে পেমেন্ট করা যাবে। এর পাশাপাশি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও তা করা যাবে। রুপে, মায়েস্ত্রো, মাস্টার কার্ড, ভিসা কার্ড বা ইউপিআই দিয়ে টাকা মেটানো যাবে।
  • টাকা মেটানোর কাজ ঠিক ভাবে শেষ হলে কিউআর কোড জেনারেল হবে
  • মেট্রো স্টেশনে ঢুকতে অথবা বেরোতে এএফসি-পিসি গেটের স্ক্যানারে কিআর কোড দেখান

শুক্রবার ট্রায়াল হয়েছিল
শনিবার নয়া পরিষেবা শুরু হয়েছে। তবে আগে তার ট্রায়াল হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি। কলকাতা মেট্রো জানিয়েছে, খুব তাড়াতাড়ি এই পরিষেবা নর্থ-সাউথ করিডরেও চালু করে দেওয়া হবে। তবে এ কাজের জন্য মাস কয়েক সময় লাগবে। কারণ কিউআর কোড স্ক্যানার বসাতে হবে, সেখানে থাকা এএফসি গেটের হার্ডঅয়্যার আপডেট করতে হবে। তাই এই সময়।

Advertisement

Advertisement