krishak bandhu Next Payment: কবে ঢুকবে রবি মরশুমের টাকা? কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট

কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) চালু করেছে। তেমনি রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করেছিল।

Advertisement
কবে ঢুকবে রবি মরশুমের টাকা? কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেটকৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট
হাইলাইটস
  • ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়
  • রবি ও খারিফ মরশুমের চাষের আগেই মেলে টাকা

কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) চালু করেছে। তেমনি রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করেছিল। এবার কৃষকরা কৃষক বন্ধুর (Krishak Bandhu) টাকা পাওয়ার অপেক্ষা করছেন। সুবিধাভোগী কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে শীঘ্রই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী জানুয়ারি মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

গত বছর ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল। এবার যদিও ডিসেম্বরে কৃষক বন্ধুর টাকা ঢোকার কোনও সম্ভবনাই নেই। আশা করা হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খরিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত পরিমাণ পান। চলতি বছর জুন মাসে খারিফ মরশুমের জন্য ৭৯ লাখ কৃষককে ২ হাজার ৪৬৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। মোট ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পে। 

আরও পড়ুন:PM Kisan Yojana 13th Installment: নিউ ইয়ার গিফট! এক সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে কৃষক সম্মান নিধির টাকা

ভোটার আইডি কার্ডের মাধ্যমে কৃষকবন্ধু স্ট্যাটাস কীভাবে চেক (Krishak Bandhu Status Check) করবেন?

  • কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net/ এ যান।
  • কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকদের তথ্যের একটি অপশন পাওয়া যাবে।
  • এই অপশনে ক্লিক করুন।
  • আপনাকে অন্য পেজে নিয়ে যাওয়া হবে।
  • আপনার বৈধ ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে ও সার্চ বটনে ক্লিক করতে হবে।
  • আপনি যদি কোনো রেকর্ড খুঁজে না পান, তাহলে আপনাকে আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতে CSC বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে।

 

POST A COMMENT
Advertisement