scorecardresearch
 

মেয়েদের ৮ হাজার টাকার স্মার্টফোন দেওয়ার ঘোষণা মমতার, কারা পাবেন?

সোমবার পূর্ব বর্ধমানের মাটি উৎসবের মঞ্চে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের কথা জানান।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • আশা ও আইসিডিএস কর্মীদের স্মার্টফোন দেবে রাজ্য।
  • বর্ধমানে ঘোষণা মমতার।

আশা (Asha Worker) ও আইসিডিএস (ICDS)-এর কর্মীর স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,আশা ও আইসিডিএস মেয়েদের ৮ হাজার টাকার স্মার্টফোন দেওয়া হবে। এর পাশাপাশি বর্ধমানবাসীকে হেলিপ্যাডও উপহার দিলেন মমতা।   

সোমবার পূর্ব বর্ধমানের মাটি উৎসবের মঞ্চে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের কথা জানান। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ১০ লক্ষ টাকা দিচ্ছি স্মার্ট কার্ড দিচ্ছি ছেলেমেয়েদের যাতে পড়াশুনো করতে পারে। আরও ২০ হাজার স্মার্ট কার্ড বিলির জন্য তৈরি।' তার পরই আশাকর্মীদের ফোন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মমতা বলেন,'আইসিডিএস ও আশার মেয়েদের ৮ হাজার টাকার স্মার্টফোন দেব। যাতে তাঁদের কাজের সুবিধা হয়।'  

মমতার নিশানায় অগ্নিপথ প্রকল্প

এ দিন কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করেছে রাজ্য সরকার। সে কথা মনে করিয়ে তিনি বলেন,'চাকরির মেয়াদ মাত্র চার বছর। কিন্তু এই চার বছর দিয়ে সারাজীবন চলবে তো! ওই চাকরি ৬০ বছর, প্রয়োজনে ৬৫ বছর করতে হবে।' 

'বাংলা আবাস যোজনাই থাকবে' 

আবাস যোজনা বিতর্কেও এ দিন সুর চড়িয়েছেন মমতা। তিনি জানান,'বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে রাখা হচ্ছে।  আমি সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। কী করছে। না হলে আমাকেও দিল্লি যেতে হতে পারে। যে কোনও রাজ্যে নিজের নামে বাড়ি থাকতে পারে। গুজরাতে গুজরাতের নামে থাকবে। উত্তর প্রদেশে উত্তর প্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে, তা হলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি?'

আরও পড়ুন- শিক্ষক-নিয়োগের প্রশ্নপত্রে ভুল, নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Advertisement

 

Advertisement