দুর্গাপুজো (Durga Puja 2022) প্রায় চলেই এল। গত ২ বছর করোনার কারণে পুজোর আনন্দে ভাটা পড়েছে বঙ্গবাসীর। এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রিত থাকায় তাই পুজোর জন্য মুখিয়ে রয়েছেন সকলে। আর পুজো মানেই রাতভর ঠাকুর দেখা। এক্ষেত্রে মানুষের সুবিধার্থে পুজোয় রাতভর পরিষেবা (Metro Service In Kolkata During Durga Puja) দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চমী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রোর সময় সূচি ঘোষণা করা হয়।
পঞ্চমী ও ষষ্ঠী (চলবে মোট ২৮৮টি মেট্রো)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৮ টা
দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রো সকাল ৮ টা
দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৮ টা ৫ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো সকাল ৮ টা ১০ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত্রি ১০ টা ৩৮ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো রাত্রি ১০ টা ৪০ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত্রি ১০টা ৫০ মিনিটে
কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো রাত্রি ১০টা ৫০ মিনিটে
সপ্তমী, অষ্টমী ও নবমী (চলবে মোট ২৪৮টি মেট্রো)
দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো দুপুর ১ টা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো দুপুর ১ টা
দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রো দুপুর ১ টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো দুপুর ১ টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো ভোর ৩ টে ৪৮ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো ভোর ৩ টে ৫০ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো ভোর ৪ টে
কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো ভোর ৪ টে
দশমী (চলবে মোট ১৩২টি মেট্রো)
দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো দুপুর ১ টা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো দুপুর ১ টা
দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রো দুপুর ১ টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো দুপুর ১ টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত্রি ৯ টা ৪৮ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো ভোর ৯ টা ৫০ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত্রি ১০ টা
কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো রাত্রি ১০ টা
একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী (চলবে মোট ২৩৪টি মেট্রো)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো সকাল ৭টা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত্রি ৯ টা ২৮ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো ভোর ৯ টা ৩০ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত্রি ৯ টা ৪০ মিনিটে
কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো রাত্রি ৯ টা ৪০ মিনিটে
উত্তর-দক্ষিণের পাশাপাশি পূর্ব-পশ্চিম অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro Kolkata) সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এই লাইনে পুজোর ৪ দিন ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।
সপ্তমী, অষ্টমী ও নবমী (চলবে মোট ৭২টি মেট্রো)
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো বেলা ১১ টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো দুপুর ১২ টা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ শেষ মেট্রো রাত্রি ১১ টা ৩৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো রাত্রি ১১ টা ৪০ মিনিটে
দশমী (চলবে মোট ৪৮টি মেট্রো)
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো বেলা ১১ টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো দুপুর ১২ টা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ শেষ মেট্রো সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে
আরও পড়ুন - বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি হবে, পূর্বাভাস হাওয়া অফিসের