scorecardresearch
 

Mini Fridge: যখন খুশি ঠান্ডা-গরম! মাত্র ১৪০০ টাকায় কিনুন মিনি ফ্রিজ

জল গরম ও ঠান্ডা-দু'টি কাজই করবে এই মিনি ফ্রিজ। বড় ছাড়ে এই স্মার্ট কাপ পাওয়া যাচ্ছে অ্যামাজনে। দাম দেড় হাজার টাকার নীচে।

Advertisement
অ্যামাজনে পাওয়া যাচ্ছে মিনি ফ্রিজ। অ্যামাজনে পাওয়া যাচ্ছে মিনি ফ্রিজ।
হাইলাইটস
  • অ্যামাজনে পাওয়া যাচ্ছে স্মার্ট কাপ।
  • দেড় হাজারের মধ্যে পেয়ে যাবেন এই মিনি ফ্রিজ।
  • জল গরম বা ঠান্ডা করতে পারবেন।

দামে সস্তা অথচ কার্যকর। এমন নানা ধরনের যন্ত্র এখন বাজারে। ই-কমার্স সাইটগুলিতে ঢুঁ মারলেই এমন উপযোগী জিনিস পেয়ে যাবেন। তেমনই একটি ফ্রিজ মিলছে অ্যামাজনে। যা যেখানে-সেখানে নিয়ে যেতে পারবেন। মিনি ফ্রিজ অত্যন্ত কাজের জিনিস। 

জল গরম ও ঠান্ডা-দু'টি কাজই করবে এই মিনি ফ্রিজ। আসলে এটির নাম স্মার্ট কাপ (Smart Cup)। একইসঙ্গে রেফ্রিজারেট ও হিটারের কাজ করে। 

কত দাম? 

অ্যামাজনে (Amzon) বিবিধ ব্র্যান্ডের স্মার্ট কাপ রয়েছে। ছাড়ের পর Hoox Smart Cup-র দাম মাত্র ১৩৪৯ টাকা। পণ্যটির এমনি দর ৩৯৯৯। অ্যামাজনে এটি ৬৬ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। দু'টি রঙে কিনতে পারবেন স্মার্ট কাপ।      

কীভাবে কাজ করে? 

স্মার্ট কাপ একই সঙ্গে রেফ্রিজারেট ও হিটারের কাজ করে একসঙ্গে। ধারণক্ষমতা ৫০০ মিলিলিটার। এতে ৫০০ মিলিলিটার জল ধরে। এতে জল ঠান্ডা বা গরম করতে পারে। পণ্যের বৈশিষ্ট্য হিসেবে সংস্থা দাবি করেছে, এটি দুনিয়ার সবচেয়ে ছোট ফ্রিজ। 

আরও পড়ুন- অনুমানের চেয়ে পিছিয়ে আর্থিক বৃদ্ধি, তৃতীয় ত্রৈমাসিকে কমল GDP

তরলকে মাইনাস ৫ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করতে পারে স্মার্ট কাপ। এবং জলকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করতে পারে। এর আয়তন ৬ x ৬ x ১৪ সেন্টিমিটার। ওজন ৪৫০ গ্রাম। 12v প্লাগ-ইন ব্যবহার করতে পারবেন। এটা যে কোনও জায়গায় সহজেই নিয়ে যেতে পারবেন। রাখতে পারবেন ব্যাগেও। 

Amazon-এ Hoox ছাড়াও একাধিক ব্র্যান্ডের স্মার্ট কাপ রয়েছে। নিজেদের বাজেট অনুযায়ী পছন্দ করে স্মার্ট কাপ কিনতে পারবেন। প্লাস্টিক-সহ কোনও খাবার বা তরল রাখতে বারণ করছে প্রতিটি সংস্থা।

আরও পড়ুন- Amzone-এ প্রায় অর্ধেক দামে কিনুন ফ্রিজ, এসি

Advertisement

Advertisement