Mobile Data : হু হু করে শেষ হচ্ছে ইন্টারনেট? একবার সেটিংস চেক করুন তো

অজান্তেই মোবাইলের ডেটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী এই সমস্যায় পড়েন। তাদের ইন্টারনেট নাকি দ্রুত শেষ হয়ে যায়।

Advertisement
হু হু করে শেষ হচ্ছে ইন্টারনেট? একবার সেটিংস চেক করুন তোছবিটি প্রতীকী
হাইলাইটস
  • অজান্তেই মোবাইলের ডেটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে
  • অনেক ব্যবহারকারী এই সমস্যায় পড়েন
  • কীভাবে ইন্টারনেট বাঁচাবেন? রইল তার কৌশল

অজান্তেই মোবাইলের ডেটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী এই সমস্যায় পড়েন। তাদের ইন্টারনেট নাকি দ্রুত শেষ হয়ে যায়। ইন্টারনেট শেষ হওয়ার অনেক কারণ থাকতে পারে। 

সিকিউরিটি সম্পর্কিত বিষয়গুলো এড়াতে মাঝে মাঝে Android-এর একাধিক অ্যাপ আপডেট হয়৷ ডিফল্ট সেটিংসের কারণে নিজে থেকেই আপডেট হতে থাকে। আর এই  আপডেট যে কোনও অ্যাপকে সর্বশেষ নিরাপত্তা প্যাচ এবং বাগ ফিক্সের সঙ্গে আপ-টু-ডেট রাখে। সেই কারণে অনেক সময় ব্যবহারকারীদের ইন্টারনেট দ্রুত শেষ হয়ে যায়। 

আরও পড়ুন : সিলিংয়ে ঝুলছে গৃহকর্তা, নীচে পড়ে মা-মেয়ে; কাটোয়ায় রহস্যমৃত্যু

তবে সেটিংসে গিয়ে এই সমস্যার মোকাবিলা করতে পারেন আপনি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে এই আপডেট হওয়ার বিষয়টিকে ডিসেবল করতে পারেন। তবে মনে রাখবেন এই অ্যাপগুলিকে আপডেট রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই ব্যবহারকারীদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখা উচিত আপডেট নিয়েছে কি না। তবে সেইজন্য আপনাকে সেটিংসে পরিবর্তন করতে হবে। 

সেটিং পরিবর্তন করার উপায়

প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটের গুগল প্লে স্টোরে যেতে হবে। এখানে ব্যবহারকারীদের প্রোফাইল আইকনে যেতে হবে। স্ক্রিনের ডানদিকে থাকবেন। সেখানে ক্লিক করে, ব্যবহারকারীদের ড্রপ-ডাউন মেনু খুলতে হবে। এবার সেটিংসে যেতে হবে। এখানে অনেকগুলি অপশন দেওয়া থাকে। যার মধ্যে ব্যবহারকারীদের নেটওয়ার্ক অপশনে যেতে হবে। সেখানেই অটো-আপডেট অ্যাপের বিকল্প পাবেন। মোট তিনটি বিকল্প থাকবে। এখানে আপনি ওভার অ্যানি নেটওয়ার্ক, ওভার ওয়াই-ফাই এবং ডোন্ট অটো-আপডেট অ্যাপের বিকল্প পাবেন। 
স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করতে, তৃতীয় বিকল্পটি বেছে নিতে হবে। এইভাবে সমস্ত ডাউনলোড করা অ্যাপের জন্য অটো আপডেট বিকল্পটি বন্ধ করতে হবে। 

আরও পড়ুন : ১০ লাখ টাকার ক্রেডিট কার্ড কীভাবে পাবে পড়ুয়ারা ? জানুন

অবার প্রতিটি অ্যাপে আলাদা আলাদাভাবে অটো আপডেটগুলিও বন্ধ করতে পারেন। সেজন্য আপনাকে Google Play Store-এ যেতে হবে। যে অ্যাপটির জন্য স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করতে চান সেখানে নেভিগেট করতে হবে। সেখানে  Enable Auto-Update অপশনটি আনটিক করতে হবে। এইভাবে একটি অ্যাপের জন্য অটো আপডেট বন্ধ করতে পারবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement