প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়িই ঢুকতে পারে সুদের টাকা। সরকারের তরফে টাকা দেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন বলে জানা যাচ্ছে। তবে সেটি কবে দেওয়া হবে সেই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি এখনও আসেনি। গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার ওপরে ৮.১ শতাংস সুদ দেবে সরকার।
৮.১ শতাংশ হারে সুদের টাকা
গ্রাহকদের PF Account-এ যে কোনও সময় ঢুকতে পারে ২০২২ অর্থবর্ষের সুদের টাকা। তবে সরকার অবশ্য এই সুদের হার ৮.৫ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছে। প্রায় ৪০ বছরের মধ্যে এটাই সবচেয়ে কম সুদ। এর আগে ১৯৭৭-৭৮ সালে ৮ শতাংশ সুদ নির্ধারিত করেছিল EPFO। কিন্তু তারপর থেকে লাগাতার ৮.২৫ শতাংশের ওপরেই রয়েছে সুদ। ২০১৮-১৯ সালে ৮.৬৫ শতাংশ, ২০১৭-১৮ সালে ৮.৫৫ শতাংশ, ২০১৬-১৭ সালে ৮.৬৫ শতাংশ এং ২০১৫-১৬ সালে ৮.৮ শতাংশ সুদ দেওয়া হয়েছিল।
অনেকভাবে করা যাবে ব্যালেন্স চেক
কোনও কর্মীর বেতনে ১২ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টের জন্য কাটা হয়। এর মধ্যে ৮.৩৩ শতাংশ ইপিএস এবং ৩.৬৭ শতাংশ ইপিএফ-এ পৌঁছায়। এক্ষেত্রে বাড়িতে বসে খুব সহজেই অ্যাকাউন্টের ব্যালান্স দেখে নেওয়া যায়। উমঙ্গ অ্যাপ, ওয়েবসাইট বা মোবাইল ফোন থেকে এসএমএস করে দেখা যাবে ব্যালান্স। গোটা দেশে প্রায় সাড়ে ৬ কোটি EPFO সাবসক্রাইবার রয়েছেন।
SMS-এর মাধ্যমে - এসএমএস-এর মাধ্যমে ব্যালান্স দেখতে হলে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে 'EPFOHO UAN ENG'টাইপ করে মেসেজ করুন। রিপ্লাইতে ব্যালান্সের তথ্য পেয়ে যাবেন।
ওয়েবসাইটের মাধ্যমে - ইপিএফও-র ওয়েবসাইটে গিয়ে Our Services থেকে For Employees সিলেক্ট করুন। এরপর Member Passbook-এ ক্লিক করুন। এবার UAN Number ও Password দিয়ে লগ-ইন করুন। এরপর PF Account সিলেক্ট করে ঢুকলেই ব্যালান্স দেখা যাবে।
উমঙ্গ অ্যাপের মাধ্যমে - Umang App-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করা যাবে। এরজন্য স্মার্টফোনে অ্যাপটি খুলে EPFO-তে ক্লিক করুন। তারপর Employee Centric Services-এ ক্লিক করুন। এরপর ক্লিক করুন View Passbook-এ। সেখানে UAN Number ও Password দিন। এৎপর রেজিস্টার্ড ফোন নম্বরে আসবে ওটিপি। সেটি দিলেই ব্যালান্স দেখা যাবে।
আরও পড়ুন - মার্গী হচ্ছেন গুরু, বৃহস্পতিবারই ৪ রাশির 'আচ্ছে দিন' শুরুর সম্ভাবনা