একবার টাকা জমা রাখলেই নির্দিষ্ট সময় ধরে মাসে মাসে নিশ্চিত আয়।Post Office Monthly Income Scheme: প্রতি মাসের খরচ সামলাতে গিয়ে অনেকেই হিমসিম খান। বিশেষ করে অবসরপ্রাপ্ত, গৃহিণী, মধ্যবিত্তদের মাথায় সবসময়েই টাকাপয়সার চিন্তা ঘুরতে থাকে। কিন্তু, সঠিক বিনিয়োগ, পরিকল্পনা করলেই এহেন পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব। এর আগের প্রতিবেদনে কত টাকা রাখলে SBI তে ১৫ হাজার টাকা সুদ পাবেন, তাই নিয়ে আলোচনা করা হয়েছিল(সেটা পড়তে Click Here)। আর এই প্রতিবেদনে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প, অর্থাৎ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme, POMIS) নিয়ে সহজে ব্যাখ্যা করা হল। সরকারি সঞ্চয় প্রকল্প। একবার টাকা জমা রাখলেই নির্দিষ্ট সময় ধরে মাসে মাসে নিশ্চিত আয়।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা এককালীন জমা রাখতে হয়। তার উপর বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস। মাসে মাসে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা হয়। শেয়ার, মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাঁরা স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য এই প্রকল্প বেশ ভাল অপশন। তাছাড়া সেসব জায়গায় বিনিয়োগ করলেও, মাসের বাজার খরচটুকু তোলার জন্য একটা এমন স্কিম করে রাখা যেতেই পারে।
কত টাকা পর্যন্ত রাখা যায়?
এই স্কিমে একা একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আবার স্বামী,স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। বিনিয়োগের মেয়াদ ৫ বছর।
ধরা যাক, কেউ একা ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। সে ক্ষেত্রে বর্তমান সুদের হারে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা করে আয় হবে।
অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্ট বানিয়ে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা পাওয়া যাবে। টানা ৫ বছর ধরে আপনার অ্যাকাউন্টে ৯,২৫০ টাকা আসতে থাকবে। ইচ্ছা মতো তুলুন বা সঞ্চয় করুন।
৫ বছর পর পুরো টাকাটাই ফেরত পাবেন
এই প্রকল্পের আরও একটি বড় সুবিধা হল, মেয়াদ শেষে বিনিয়োগকারী তাঁর সম্পূর্ণ মূলধন ফেরত পান। চাইলে সেই টাকা আবার নতুন করে এই স্কিমে বিনিয়োগ করা যায়। অথবা অন্য কোনও স্কিমও ট্রাই করতে পারবেন।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের একাধিক বিশেষ দিক রয়েছে। এটি সম্পূর্ণ সরকারি প্রকল্প হওয়ায় টাকার নিরাপত্তা নিয়ে চিন্তার কিছু নেই। বাজারের ওঠানামার কোনও প্রভাব পড়ে না। মাত্র ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। তবে এত কম টাকার করে কোনও লাভ হবে না। অন্তত ১ লক্ষ টাকা দিয়ে শুরুর চেষ্টা করুন।
নমিনীও রাখতে পারবেন
তবে মনে রাখবেন, একজন বিনিয়োগকারী নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খুলতেই পারেন, তবে মোট জমার অঙ্ক ৯ লক্ষ টাকার বেশি হতে পারবে না। জয়েন্ট অ্যাকাউন্টে ২ বা ৩ জন মিলেও বিনিয়োগ করা যায়। পাশাপাশি, নমিনি রাখার সুবিধাও রয়েছে। এর ফলে বিনিয়োগকারীর অকালমৃত্যুর ক্ষেত্রে পরিবার সহজেই টাকা পেয়ে যাবে।
সব মিলিয়ে, মাসিক খরচ সামলাতে নিশ্চিত ও ঝুঁকিমুক্ত আয়ের সন্ধান যাঁরা করছেন, তাঁদের জন্য পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিঃসন্দেহে একটি দুর্দান্ত অপশন হতে পারে। এমনই আরও সহজ ইনভেস্টমেন্ট টিপসের জন্য নজর রাখুন bangla.aajtak.in এ।