Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৫,০০০ টাকা করে জমিয়েই পাবেন মোটা টাকা রিটার্ন

Post Office RD: আজ পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম নিয়ে আলোচনা করা হবে। এই প্রতিবেদনে জানতে পারবেন, কীভাবে ১০ বছরে, অল্প অল্প করে জমিয়েই ৮ লক্ষ টাকারও বেশি একটি ফান্ড তৈরি করে ফেলতে পারেন। আসুন পোস্ট অফিসে সহজে টাকা জমানোর পদ্ধতি শিখে নেওয়া যাক।

Advertisement
পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৫,০০০ টাকা করে জমিয়েই পাবেন মোটা টাকা রিটার্নPost Office RD
হাইলাইটস
  • এখনও বিনিয়োগ করতে গেলে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্কিমই খোঁজের বিনিয়োগকারীদের বড় অংশ।
  • আজ পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম নিয়ে আলোচনা করা হবে।
  • আপনার গাড়ি কেনার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে এভাবেই নিশ্চিন্তে টাকা জমিয়ে ফেলা যায়।

Post Office RD: নিরাপদ বিনিয়োগ, নিশ্চিত রিটার্ন। এখনও বিনিয়োগ করতে গেলে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্কিমই খোঁজের বিনিয়োগকারীদের বড় অংশ। আর তাঁদের জন্যই আজ পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম নিয়ে আলোচনা করা হবে। এই প্রতিবেদনে জানতে পারবেন, কীভাবে ১০ বছরে, অল্প অল্প করে জমিয়েই ৮ লক্ষ টাকারও বেশি একটি ফান্ড তৈরি করে ফেলতে পারেন। আসুন পোস্ট অফিসে সহজে টাকা জমানোর পদ্ধতি শিখে নেওয়া যাক।

পোস্ট অফিস আরডি ক্যালকুলেশন (Post Office RD Calculator)

RD বা রেকারিং ডিপোজিট একটি স্মল সেভিংস স্কিম। মধ্যবিত্তদের জন্য আদর্শ। 

ধরুন আপনি মাসে ৩০ হাজার টাকা বেতন পান। সেখান থেকে কোনওমতে জমিয়ে ৫ হাজার টাকা করে এই স্কিমে রাখতে পারলে কিন্তু আপনার একটা বড় অঙ্কের টাকা জমে যাবে। আসুন পুরো হিসাবটা বুঝে নিই...

কতদিন রাখতে হবে?

পোস্ট অফিসের এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড ৫ বছর। তবে এটা ১০ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। গত বছরই, ২০২৩ সালে, এই স্কিমে বিনিয়োগে সুদের হার(Post Office RD Interest Rate) 6.5% থেকে বাড়িয়ে 6.7% করা হয়েছিল।

এই স্কিম চালু করতে বেশি টাকা লাগে না। মাত্র ১০০ টাকা দিয়েই একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। যেকোনও নিকটস্থ পোস্ট অফিসে যান। সেখানকার আধিকারিককে বলুন যে আপনি একটি রেকারিং ডিপোজিট করতে চান। তিনিই আপনাকে সাহায্য করবেন।

পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিমে আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। মাত্র ১০০ টাকা দিয়েই শুরু করতে পারেন। সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই।

আগেই বলা হয়েছে, এই স্কিমের মেয়াদ ৫ বছর। পোস্ট অফিস RD-তে নাবালকের নামেও একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে এক্ষেত্রে অভিভাবকদের নাম, তথ্য দেওয়াটা আবশ্যিক।

প্রি-ম্যাচিউর ক্লোজার, লোনের সুবিধা

হঠাৎ খরচ বেড়ে গিয়েছে, আর টানতে পারছেন না, অথবা অন্য কোথাও বিনিয়োগের পরিকল্পনা করছেন, এমনটা হলে প্রি-ম্যাচিউর ক্লোজারের সুবিধাও রয়েছে।

এক বছর চালানোর পরে বন্ধ করে দিতে পারেন। অন্যদিকে যে টাকা এখানে জমাবেন, তার ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই RD-তে আপনি যে হারে সুদ পেতেন, তার থেকে মাত্র 2% বেশি সুদের হার পড়বে।

Advertisement

১০ বছরে ৮ লাখ টাকা জমবে

১০ বছরে ৮ লাখ টাকার বেশি জমাতে পারবেন। প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে, অর্থাৎ পাঁচ বছরে মোট ৩ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবে। 

6.7 শতাংশ হারে সুদের হিসাবে মোট ৫৬,৮৩০ টাকা পাবেন। এর পরে আপনার মোট তহবিল দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা।

আপনি যদি এই অ্যাকাউন্ট আরও পাঁচ বছরের জন্য টানেন, তাহলে ১০ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৬,০০,০০০ টাকা। এর উপর, 6.7% হারে সুদ জমে মোট টাকার অঙ্ক দাঁড়াবে ২,৫৪,২৭২ টাকা। ফলে ১০ বছরে মোট জমা হওয়া টাকার অঙ্ক দাঁড়াবে ৮,৫৪,২৭২ টাকা।

মনে রাখবেন, পোস্ট অফিস RD স্কিমে বিনিয়োগের উপর প্রাপ্ত সুদের উপর TDS কাটা হয়। বিনিয়োগকারী ITR ফাইল করলে আপনার আয় অনুযায়ী সেটা ফেরত পাবেন। RD-তে প্রাপ্ত সুদের উপর 10% শতাংশ TDS প্রযোজ্য। RD-তে প্রাপ্ত সুদ ১০ হাজার টাকার বেশি হলে TDS কাটা হয়।

ফলে ১০ বছর পর যদি আপনার গাড়ি কেনার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে এভাবেই নিশ্চিন্তে টাকা জমিয়ে ফেলা যায়। সময়ের সঙ্গে বেতন বাড়লে বিনিয়োগের টাকাও বাড়াতে পারেন। সেক্ষেত্রে আরও বেশি টাকা জমবে। বাড়ি কিনতে চাইলে সেই ডাউন পেমেন্টের টাকাও এভাবেই জমিয়ে ফেলা যায়। 

POST A COMMENT
Advertisement