scorecardresearch
 

Pradhan Mantri Kisan Samman Nidhi : অ্যাকাউন্টে টাকা পেতে চাইলে এই কাজটা সারতেই হবে কৃষকদের

খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১১তম কিস্তির ২,০০০ টাকা জমা করতে চলেছে। দশম কিস্তির টাকা গত ১ জানুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এবার একাদশতম কিস্তির টাকার অপেক্ষায় কৃষকরা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষকদের
  • তার আগে শেষ করতে হবে ই-কেওয়াইসি প্রক্রিয়া
  • না হলে আটকে যেতে পারে টাকা

ভারতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিও (Pradhan Mantri Kisan Samman Nidhi) তেমনই একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার চার মাসের ব্যবধানে কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠায়। অর্থাৎ কৃষকদের বছরে ৬ টাকা করে দেওয়া হয়।

খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১১তম কিস্তির ২,০০০ টাকা জমা করতে চলেছে। দশম কিস্তির টাকা গত ১ জানুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এবার একাদশতম কিস্তির টাকার অপেক্ষায় কৃষকরা। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১১তম কিস্তি জারি করার আগে প্রকল্পে কিছু বড় পরিবর্তন এনেছে । কোনও কৃষক যদি ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন, তাহলে তিনি ১১তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। কৃষকদের স্বস্তি দিয়ে, সরকার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার শেষ তারিখ বাড়িয়েছে। নয়া তথ্য অনুযায়ী, ২২ মে ২০২২-এর মধ্যে শেষ করতে হবে এই প্রক্রিয়া। 

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কিস্তির স্টেটাস পরীক্ষা করার জন্য উপলব্ধ সুবিধাতেও পরিবর্তন এসেছে। এখন কিস্তির স্টেটাস পরীক্ষা করার জন্য, PM কিষাণ অ্যাকাউন্টে রেজিস্টার মোবাইল নম্বরটি লিখতে হবে। এছাড়াও এই প্রকল্পের জন্য রেশন কার্ড নম্বর দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে, রেশন কার্ডের একটি পিডিএফ কপি তৈরি করে সেটিকে অনলাইন পোর্টালে আপলোড করাও আবশ্যিক করা হয়েছে। 
 

আরও পড়ুনএক মাসে এই ২ স্টক থেকে ৮৩২ কোটি কামাই রাকেশ ঝুনঝুনওয়ালার, কিনবেন?

 

Advertisement