
Royal Enfield Classic 350: অবশেষে বহুদিন পর Classic 350-র নতুন আপডেটেড মডেল আনল রয়্যাল এনফিল্ড। ক্লাসিক 350-ই RE-র সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল। নতুন Classic 350-তে কী কী বদল এল? এককথায় বললে, লুকস আরও ঝকঝকে করা হয়েছে। তবে ইঞ্জিন একই থাকছে। বেশ কিছু নয়া ফিচার্স দেওয়া হয়েছে। ফলে আগের মডেলের থেকে আরও ভাল হয়েছে নতুন Royal Enfield Classic 350 2024। নতুন Classic 350-র দাম শুরু হচ্ছে 1,99,500 টাকা থেকে। টপ মডেলের দাম 2,30,000 টাকা (এক্স-শোরুম, চেন্নাই)।
Royal Enfield Classic 350-র কালার ভেরিয়েন্ট:
নতুন Classic 350 মোট পাঁচটি নতুন ভেরিয়েন্টে পাবেন। এর মধ্যে রয়েছে হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগন্যাল, ডার্ক এবং এমারল্ড। মোট ৭টি রঙে আসছে। এর মানে গ্রাহকরা বিভিন্ন রঙের অপশন থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।
দ্য হেরিটেজ ভেরিয়েন্টে দু'টি রঙ থাকবে - মাদ্রাজ রেড এবং যোধপুর ব্লু। হেরিটেজ প্রিমিয়াম মেডেলিয়ন ব্রোঞ্জ কালার অপশনটাও নতুন। অন্যদিকে সিগন্যাল ভেরিয়েন্টে কমান্ডো স্যান্ড কালার আছে। বেশ প্রিমিয়াম লাগছে।
ডার্ক ভেরিয়েন্টে গান গ্রে (কপার হাইলাইট সহ গ্রে এবং কালোর ডুয়াল-টোন স্কিম) এবং স্টেলথ ব্ল্যাক (ব্ল্যাক কালার স্কিমের উপর কালো) অপশন পাবেন। এছাড়াও, টপ-স্পেক মডেলে এমারল্ডে ক্রোম এবং কপার পিনস্ট্রাইপের সঙ্গে রিগ্যাল গ্রিন কালার অপশন পাবেন।
ইঞ্জিন ডিপার্টমেন্ট:
রয়্যাল এনফিল্ডের এই বাইকে ইঞ্জিন মেকানিজমের তেমন কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতই, বাইকটিতে 349 সিসি-র সিঙ্গেল সিলিন্ডার 'J' সিরিজের ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে 20.2hp পাওয়ার এবং 27Nm টর্ক পাবেন। ইঞ্জিনটিতে 5-স্পিড গিয়ারবক্স রয়েছে। কিছু ভেরিয়েন্টে অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার অপশনও পাবেন। রেট্রো লুকেই একটু মডার্ন টাচ পাবেন।
Royal Enfield Classic 350-র বিভিন্ন ভেরিয়েন্টের দাম:
ভেরিয়েন্ট | দাম (এক্স-শোরুম) |
হেরিটেজ | 1,99,500 টাকা |
হেরিটেজ প্রিমিয়াম | 2.04 লক্ষ টাকা |
সিগনাল্স | 2.16 লক্ষ টাকা |
ডার্ক | 2.25 লক্ষ টাকা |
ক্রোম | 2.30 লক্ষ টাকা |
এক নজরে নতুন ফিচার্স:
ক্লাসিক 350-র রঙ বাদ দিলে এমনিতে ডিজাইন একই থাকছে। রেট্রো-লুক ধরে রেখেছে রয়্যাল এনফিল্ড।
বড় মাডগার্ড, বড় মেটাল ফুয়েল ট্যাঙ্ক এবং তার উপর রেট্রো পিনস্ট্রাইপ লাইনের ডিজাইন একেবারে আমাদের সবার চেনা ক্লাসিক 350-র মতোই।
তবে এবার LED লাইট আনা হয়েছে। হেডলাইট, টেল-লাইট, ইন্ডিকেটর এবং পাইলট লাইটে LED দেখতে পাবেন। ক্লাসিক ৩৫০-তে এতদিন যা লোকে মডিফাই করিয়ে লাগাত, সেটাই এবার শোরুম থেকেই ফিট করা থাকবে।
এছাড়াও স্মার্টফোন চার্জ করার জন্য USB C-টাইপ চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। বাইক নিয়ে টুরিংয়ের প্রবণতা বাড়ছে। কোম্পানি যে সেটা জানে, তা বলাই বাহুল্য।
গিয়ার-পজিশন ইন্ডিকেটরও একটা ভাল অ্যাডিশন বলা যেতে পারে।
2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র ডার্ক এবং এমেরাল্ড ভেরিয়েন্টে স্ট্যান্ডার্ড ফিটমেন্ট হিসাবে অ্যাডজাস্টেবল লিভার এবং LED উইঙ্কার সহ একটি ট্রিপার পড রয়েছে। টুইন ডাউনটিউব স্পিন ফ্রেমের উপর বাইকটি তৈরি। সামনে রয়েছে 41 মিমি টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে গ্যাস চার্জড শক অবজারভার সাসপেনশন।
লোয়ার ভেরিয়েন্টে সিঙ্গেল ডিস্ক এবং ড্রাম ব্রেকের কম্বিনেশন পাবেন। ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) চাইলে হায়ার ভেরিয়েন্ট নিতে হবে।
আগের মডেল থেকে তাহলে কী কী পরিবর্তন দাঁড়াল?
আগের মডেলগুলির তুলনায় নতুন Classic 350-র সঙ্গে সবচেয়ে পার্থক্য হল, আগে যে সিঙ্গেল-চ্যানেল ABS-এর অপশন ছিল, সেটা আর নেই। যে ভেরিয়েন্টগুলিতে পিছনের ড্রাম ব্রেক ছিল সেটাও বন্ধ করা হয়েছে। ফলে এসব কারণে আগের মডেলের তুলনায় এন্ট্রি লেভেলে বাইকের দাম কিছুটা বেড়েছে। আগের মডেলের স্টার্টিং প্রাইস ছিল 1.93 লাখ টাকা। এখন সেই বেস মডেলের দাম প্রায় 6,500 টাকা বেড়ে গিয়েছে।