RRB RRC Group D CBT 1 Admit Card, Exam Date 2021: ভারতীয় রেলের গ্রুপ ডি (Group D) পদে ১ লক্ষেরও বেশি নিয়োগের জন্য আগস্ট মাসেই শুরু হচ্ছে অনলাইন সিবিটি ১ পরীক্ষা। খুব তাড়াতাড়িই প্রথম পর্বের পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করবে রেল। তারপর সিটি ইন্টিমেশন কার্ড ও অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। বোর্ডের তরফে এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী RRB NTPC CBT 1 পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে RRC Group D CBT 1 2021 পরীক্ষা।
কবে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?
RRB NTPC CBT 1 পরীক্ষা গত ৩১ জুলাই শেষ হয়ে গিয়েছ। এবার গ্রুপ ডি পরীক্ষার প্রথম পর্বের দিনক্ষণ ঘোষণা করবে রেলওয়ে বোর্ড। তার জন্য রেলের ওয়েব সাইটে (rrbcdg.gov.in) অফিসিয়াল নোটিশ জারি করা হবে। দিনক্ষণ সংক্রান্ত নোটিশ জারি হওয়ার পর সিটি ইন্টিমেশন কার্ড পরীক্ষার ১০ দিন আগে এবং অ্যাডমিট কার্ড ৪ দিন আগে ওয়েবসাইটে দেওয়া হবে।
কী ভাবে মিলবে পরীক্ষার তথ্য?
প্রথম পর্বে যাঁদের পরীক্ষা নেওয়া হবে তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেলে এই সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত কাউকেই ডাকযোগে অ্যা়ডমিট কার্ড পাঠান হবে না। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এই সংক্রান্ত আরও অন্যান্য তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইটে নজর রাখুন।
আরাও পড়ুন - স্প্যাম কল ভেবে কাটতে যাচ্ছিলেন, রিসিভ করতেই ১১ কোটির লটারি