scorecardresearch
 

Saraswati Puja 2023 Market Rates: ঊর্ধ্বমুখী সরস্বতী পুজোর শেষ বেলার বাজারদর, অগ্নিমূল্য ফল-ফুল-প্রতিমা

Saraswati Pujar Bazar Dar: রাত ফুরলেই সরস্বতী পুজো। আম বাঙালির ঘরে ঘরে হবে বিদ্যাদেবীর আরাধনা। প্রতিমা থেকে ফুল-ফল-সবজি-দশকর্মা সামগ্রী, সবেরই দাম বেশ চড়া। এখন খুব ছোট করে ঘরে সরস্বতী পুজো করতে গেলেও খরচ দাঁড়াচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা।

Advertisement
 রাত ফুরলেই সরস্বতী পুজো। আম বাঙালির ঘরে ঘরে হবে বিদ্যাদেবীর আরাধনা। রাত ফুরলেই সরস্বতী পুজো। আম বাঙালির ঘরে ঘরে হবে বিদ্যাদেবীর আরাধনা।
হাইলাইটস
  • রাত ফুরলেই সরস্বতী পুজো।
  • আম বাঙালির ঘরে ঘরে হবে বিদ্যাদেবীর আরাধনা।
  • প্রতিমা থেকে ফুল-ফল-সবজি-দশকর্মা সামগ্রী, সবেরই দাম বেশ চড়া।

Saraswati Puja 2023 Market Rates: রাত ফুরলেই সরস্বতী পুজো। আম বাঙালির ঘরে ঘরে হবে বিদ্যাদেবীর আরাধনা। ঘরের পুজো থেকে স্কুল-কলেজ, বারোয়ারি— সর্বত্রই পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে! চলছে শেষ বেলার কেনাকাটা। প্রতিমা থেকে ফুল-ফল-সবজি-দশকর্মা সামগ্রী, সবেরই দাম বেশ চড়া। এখন খুব ছোট করে ঘরে সরস্বতী পুজো করতে গেলেও খরচ দাঁড়াচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা।

সরস্বতী পুজোর ফল-ফুল-মিষ্টি-দশকর্মার দাম:
পুজোর জেরে ফুল ও ফলের দাম প্রায় ৪০-৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। যেমন, ৫ টাকার গাঁদার মালা বিকোচ্ছে ১০ টাকায়, এক জোড়া পলাশ ফুলের দাম পড়ছে ১০ টাকা। সশা, শাকালু, আপেল, কমলালেবু—সবেরই দাম প্রায় ২০-২৫ শতাংশ বেড়ে গিয়েছে। মাটির দোয়াত-কলম বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায় যা আগে ৫ টাকাতেও কেনা যেত। ২-৫ টাকার চাঁদমালা, কাগজের ফুল এখন ২০-২৫ টাকা দিয়ে কিনতে হচ্ছে। গোটা সেদ্ধ খাওয়ার রীতি মানতে গিয়েও খসছে বেশ কিছু টাকা। কারণ, পেঁপে-কুমড়ো-ঝিঙে-বাঁধাকপি-ফুলকপি, সবেরই দাম চড়েছে রাতারাতি।

Saraswati Puja 2023

সরস্বতী পুজোর শাক-সবজির দাম:
কুমড়ো কেজিতে ৩০ টাকা দরে বিকোচ্ছে, পেঁপে ৩০ টাকা কেজি, থোর বিকোচ্ছে কেজিতে ৪০-৫০ টাকায়, বাঁধাকপি বিকোচ্ছে কেজিতে ৫০ টাকা দরে, ফুলকপি ২৫-৩০ টাকা পিস, শিম ৬০ টাকা কেজি, গাজর ৬০-৭০ টাকা কেজি, ঝিঙে বিকোচ্ছে কেজিতে ৮০-১০০ টাকায়, টমেটো কেজিতে ৬০-৮০ টাকায় বিকোচ্ছে, বেগুন বিকোচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে, চালকুমড়ো বিকোচ্ছে কেজিতে ৫০ টাকা দরে, উচ্ছে ৬০ টাকা কেজি, বরবটি বিকোচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে, কাঁকরোল ৬০ টাকা কেজি, মটরশুঁটি কেজি ৬০-৭০ টাকা।

Saraswati Puja 2023

সরস্বতী প্রতিমার দাম:
কলকাতার কোনও বাজারেই এ বছর ১০০ টাকায় কোনও সরস্বতী প্রতিমা পাওয়া যাচ্ছে না। সবচেয়ে ছোট মাপের প্রতিমার দাম পড়ছে ১৩৫ টাকা থেকে দেড়শো টাকা। এক ফুটের ছাঁচের ঠাকুরের দাম শুরু ৩০০ টাকা থেকে। বাঁশের কাঠামোয় গড়া সবচেয়ে ছোট প্রতিমার দাম পড়ছে ১,০০০-১,২০০ টাকা। প্রতিমার সাজ-সজ্জা, উচ্চতা অনুযায়ী দামের ফারাক হচ্ছে। তবে এ বছর দামের ফারাকটা বেশ চোখে পড়ার মতো। কারণ, প্রতিমার দাম বেড়েছে প্রায় ১৫-২০ শতাংশ।

Advertisement

Advertisement