ভাল রিটার্ন পেতে শেয়ার, মিউচুয়াল ফান্ডে প্রচুর মানুষ লগ্নি করছেন। তবে নিরাপদ বিনিয়োগের জন্য এখনও সেরা উপায় ফিইক্সড ডিপোজিট। তাতে সুদের হারও বাড়িয়েছে একাধিক ব্যাঙ্ক। তবে এফডি-তে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা একটাই। যে কোনও সময়ে ভাঙানো যায় না। আর ভাঙাতে গেলেও সেই সুদ পাওয়া যায় না। অন্যদিকে, ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা থাকলেও কোনও লাভ নেই। সুদ একেবারে কম। কিন্তু বন্ধনের মতো ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে অনেক ব্যাঙ্কের এফডি-র সুদের হারের চেয়ে বেশি।
বন্ধন ব্যাঙ্ক - বন্ধন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টেও পাওয়া যাচ্ছে ৩ শতাংশ সুদ। ১ লক্ষ টাকা পর্যন্ত ৩ শতাংশ সুদ পাচ্ছেন সঞ্চয়কারীরা। ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত থাকলে ৫ শতাংশ সুদ মেলে। ১০ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে থাকলে ৬ শতাংশ সুদ। আর ২ কোটি থেকে ১০ কোটি টাকা ব্যালেন্স রাখলে ৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
ডিসিবি ব্যাঙ্ক - বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ সুদ মিলছে ৬.৭৫ শতাংশ। সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ১ লক্ষ টাকা পর্যন্ত সুদ ২.৫%। সুদের হার ৪.৫ শতাংশ ২ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে রাখলে। ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ১০-২৫ লক্ষ টাকা পর্যন্ত ৬.২৫ শতাংশ। এবং ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৬.৫ শতাংশ সুদ পাচ্ছেন সঞ্চয়কারীরা।
আরবিএল ব্যাঙ্ক - সেভিংস অ্যাকাউন্টে বিরাট সুদ দেওয়ার তালিকায় রয়েছে আরবিএল ব্যাঙ্কও। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ১০ লক্ষ থেকে ৫ কোটি টাকা জমায় সর্বোচ্চ ৬.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ১ লক্ষ টাকা পর্যন্ত ৪.২৫ শতাংশ সুদ। এবং ১-১০ লক্ষ টাকা পর্যন্ত সুদের হার ৫.৫%।
আরও পড়ুন- এই লৌহ আকরিক স্টক টাকার খনি, ১ বছরে ৪ গুণ রিটার্ন