scorecardresearch
 

Swasthya Sathi Card: 'দুয়ারে সরকার' ছাড়া আর কোথায় স্বাস্থ্যসাথী কার্ড পাবেন? জরুরি তথ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ২০১৬ সালের ডিসেম্বরে এই প্রকল্পের সূচনা করেন। স্বাস্থ্যসাথী প্রকল্পটি (Swasthya Sathi) রাজ্যের ৪০ লক্ষেরও বেশি মানুষকে সুবিধা প্রদান করেছে। রাজ্য সরকার বছরে এই প্রকল্পের অধীনে আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যয় করে।

Advertisement
হাইলাইটস
  • ২০১৬ সালের ডিসেম্বরে এই প্রকল্পের সূচনা হয়
  • প্রতিটি পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার কভার পায়

পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govt) কুড়িটিরও বেশি সামাজিক প্রকল্প রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প বলে মনে করা হয় স্বাস্থ্যসাথী প্রকল্পকে (Swasthya Sathi Scheme)। এটি একটি স্বাস্থ্য বিমা প্রকল্প (Swasthya Sathi Health Insurance)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ২০১৬ সালের ডিসেম্বরে এই প্রকল্পের সূচনা করেন। স্বাস্থ্যসাথী প্রকল্পটি (Swasthya Sathi) রাজ্যের ৪০ লক্ষেরও বেশি মানুষকে সুবিধা প্রদান করেছে। রাজ্য সরকার বছরে এই প্রকল্পের অধীনে আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যয় করে। এই প্রতিবেদনে আমরা আপনাকে স্বাস্থ্যসাথী স্কিম কী, কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে, সেই সম্পর্কে আলোচনা করব।

স্বাস্থ্যসাথী প্রকল্প কী (What is the Swasthya Sathi scheme) ?

স্বাস্থ্যসাথী একটি স্বাস্থ্য বিমা প্রকল্প। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিম চালু করেছিলেন। রাজ্য সরকারের এই স্কিমের অধীনে রাজ্যের প্রতিটি পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার কভার পায়। পরিবারের মহিলা সদস্যার নামে একটি স্মার্ট কার্ড (Swasthya Sathi Smart Card) জারি করা হয়, যা দিয়ে নগদহীন চিকিৎসা করা যায়। অর্থাৎ এই কার্ড থাকলে কোনও টাকা দিতে হয় না হাসপাতাল বা নার্সিংহোমে। পরিবারের সদস্য সংখ্যার কোনও সীমা নেই। বাড়ির বউদের বাবা-মায়েরাও এই প্রকল্পের সুবিধা পান।

আরও পড়ুন: West Bengal Yuvasree Scheme: রাজ্য সরকার দিচ্ছে দেড় হাজার টাকা করে, কীভাবে মিলবে? রইল উপায়

প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য (Main Features of the Swasthya Sathi Scheme):

  • পরিবার প্রতি বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা।
  • কাগজবিহীন, ক্যাশলেস, স্মার্ট কার্ড ভিত্তিক।
  • পরিবারের সদস্য সংখ্যার কোনও সীমা নেই। স্বামী / স্ত্রী উভয়েরই পিতামাতা অন্তর্ভুক্ত। 
  • পরিবারের সকল নির্ভরশীল শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরও আওতাভুক্ত করা হয়েছে।
  • পূর্ব থেকে বিদ্যমান সমস্ত রোগ কভার করা হয়।
  • পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করে এবং সুবিধাভোগীদের প্রিমিয়াম দিতে হয় না।
  • তালিকাভুক্তির দিন প্রতিটি পরিবারকে অনলাইনে স্বাথ্যসাথী স্মার্ট কার্ড প্রদান করা হয়।
  • স্মার্ট কার্ড পরিবারের সদস্যদের বিবরণ, ফটোগ্রাফ, বায়োমেট্রিক, ঠিকানা, মোবাইল নম্বর, SECC আইডি ক্যাপচার করে।

কীভাবে আবেদন করবেন (how to apply swasthya sathi) ?

Advertisement

সামাজিক প্রকল্পগুলির সুবিধা যাতে আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়া যায়, তার জন্য দুয়ারে সরকার শিবির (Duare Sarkar Camp) চালু করেছে রাজ্য সরকার। সেখানে গিয়ে সরকারি আবেদনপত্র তুলে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করা যায়। এছাড়াও, ব্লক অফিসে গিয়েও নাম তোলা যায়। তবে এখন দুয়ারে সরকার শিবির বন্ধ রয়েছে। তাহলে কীভাবে আবেদন করবেন? চিন্তা নেই। স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদন অনলাইনেও করা যায়। বাড়িতে বসেই সহজেই কয়েক মিনিটের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: PM Kisan Yojana Update: PM Kisan যোজনায় বেশি টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে, এবার কত হবে?

অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত রাখতে হবে:

  • আধার কার্ড নম্বর (১২সংখ্যা)
  • রেশন কার্ড নম্বর
  • মোবাইল নম্বর
  • সদস্যের চাকরির অবস্থা

অনলাইনে কীভাবে আবেদন (how to apply swasthya sathi card online) ?

  • প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট - swasthyasathi.gov.in যান।
  • হোমপেজে তারপর ‘Apply Online’ এ গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে 'ONLINE APPLICATION FOR SWASTHYA SATHI'-তে  ক্লিক করুন।
  • একটা নতুন পেজ খুলে যাবে
  • আপনার মোবাইল নম্বর দিন এবং 'GET OTP' বাটনে ক্লিক করুন
  • মোবাইলে আসা OTP সঠিক জায়গায় লিখুন এবং সাবমিট করুন
  • এবার একটা অনলাইন ফর্ম চলে আসবে
  • তালিকা থেকে উপযুক্ত জেলা নির্বাচন করুন (আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তবে তালিকা থেকে আপনার ব্লক, পঞ্চায়েত এবং গ্রামের নাম বেছে নিন। আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন, তবে আপনার পৌরসভার নাম বেছে নিন। তারপর আপনার ওয়ার্ড নম্বর বেছেন নিন)
  • তালিকা থেকে SC/ST/OBC/অন্যান্য বেছে নিন
  • চাকরি করলে আপনার বিভাগের নাম লিখুন
  • অফিসের নাম ও ঠিকানা পূরণ করুন
  • পিন কোড দিয়ে আপনার ঠিকানা লিখতে হবে
  • এরপর আবেদনকারীর নাম পূরণ করুন
  • পরিবারের প্রধানের (HoF) নাম পূরণ করুন
  • এরপর আপনাকে সব বাকি তথ্য পূরণ করতে হবে।
  • আপনার সমস্ত জরুরি নথিও অ্যাটাচ করে দিতে হবে এরপর।
  • ফর্ম পূরণ ও নথি আপলোড হয়ে হেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। মনে রাখবেন সাবমিট বাটলে ক্লিক করার আগে সঠিকভাবে ফর্মটি পূরণ করা হয়েছে কি না তা অবশ্যই দেখে নেবেন।

আরও পড়ুন: PAN-Aadhaar Link: সময় বেশি নেই, শীঘ্রই এই কাজটি করুন; না হলে PAN Card নিষ্ক্রিয় হয়ে যাবে

অনলাইনে ফর্ম ডাউনলোড করে আবেদন করবেন কীভাবে?

  • প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট - swasthyasathi.gov.in যান।
  • হোমপেজে তারপর ‘Apply Online’ এ গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে 'Form B for Registration under Swasthya Sathi'-তে ক্লিক করুন
  • এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন এবং প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
  • নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ও প্রয়োজনীয় নথি জমা দিন।
  • সবকিছু খতিয়ে দেখে আবেদনকারীকে স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড দেওয়া হবে।

বিস্তারিত জানার জন্য ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন নম্বর - 18003455384-তে যোগাযোগ করুন।

Advertisement
Advertisement