scorecardresearch
 

Offline UPI Payment: ফোনে ইন্টারনেট ছাড়াই করুন UPI পেমেন্ট, কীভাবে?

UPI Payment System: ইন্টারনেট ছাড়া UPI ব্যবহার করার জন্য NPCI-এর সহযোগিতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন UPI ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থায় ইন্টারনেট ছাড়াও কাজ করে ইউপিআই। ফোনের জন্য ডিজাইন করা ইন্টারফেস UPO123Pay। যার মাধ্যমে নেট ছাড়াই ব্যবহার করা যাবে ইউপিআই।

Advertisement
ইন্টারনেট ছাড়াই করুন ইউপিআই। ইন্টারনেট ছাড়াই করুন ইউপিআই।
হাইলাইটস
  • ইন্টারনেট ছাড়া UPI ব্যবহার করার জন্য NPCI-এর সহযোগিতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন UPI ব্যবস্থা চালু করেছে।
  • এই ব্যবস্থায় ইন্টারনেট ছাড়াও কাজ করে ইউপিআই। ফোনের জন্য ডিজাইন করা ইন্টারফেস UPO123Pay।

গত ৫ বছরে ভারতে ব্যাপক বেড়েছে ডিজিটাল পেমেন্ট। অনলাইনে কেনাবেচা করতে বেশি পছন্দ করছেন বহু মানুষ। মাছ বাজারেও এখন ডিজিটাল পেমেন্ট সম্ভব হয়ে উঠেছে ইউপিআই-র সৌজন্যে। কিন্তু ফোনে ইন্টারনেট না থাকলেও কি UPI পেমেন্ট করা যায়? না ইন্টারনেট আবশ্যক নয়। ইন্টারনেট ছাড়াই ইপিআই পেমেন্ট করা সম্ভব। 

ইন্টারনেট ছাড়া UPI ব্যবহার করার জন্য NPCI-এর সহযোগিতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন UPI ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থায় ইন্টারনেট ছাড়াও কাজ করে ইউপিআই। ফোনের জন্য ডিজাইন করা ইন্টারফেস UPO123Pay। যার মাধ্যমে নেট ছাড়াই ব্যবহার করা যাবে ইউপিআই।

ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে যা করবেন-

- UPI123Pay পরিষেবা ব্যবহার করতে প্রথমে আপনাকে UPI123 Pay-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

-তার পর আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে UPI পিন সেট করুন। 

- পিন সেট করার পরে আরবিআই অ্যাপ অথা ভয়েস\সাউন্ড বা মিসড কল করুন IVR নম্বরে।

-তার পর IVR নম্বরে কল করতে হবে। এটা একবারের কাজ।

- নিজের ফোন থেকে 08045163666 নম্বরে কল করুন। 

-নিজের ভাষা বেছে নিন। টাকা পাঠাতে ফোনের কীপ্যাডে ১ টিপুন। 

- ব্যাঙ্কের নাম উল্লেখ করে UPI-এর সঙ্গে যুক্ত ব্যাঙ্ক নির্বাচন করুন। বিবিধ তথ্য চাওয়া হবে। সেটা পূরণ করুন।

- নিজের মোবাইল নম্বর লিখুন। সমস্ত বিবরণ খুঁটিয়ে দেখার পর টাকার পরিমাণ লিখে দিন। 

মিসড কল দিয়েও ইউপিআই

- মার্চেন্ট আউটলেটের নম্বরটি ডায়াল করে মিসড কল করুন। 
- লেনদেন নিশ্চিত করার জন্য একটি কল যাবে ফোনে।
- লেনদেনের জন্য টাকার পরিমাণ এবং UPI পিন লিখুন।

Advertisement

আরও পড়ুন- 'আমি রতন টাটা বলছি', একটা ফোনেই বদলে গেল নতুন ব্যবসার ভাগ্য!

Advertisement