Personal Loan Hazard Know Real Fact: পার্সোনাল লোন আখেরে ক্ষতি-ই, কোন পরিস্থিতিতে পার্সোনাল লোন নেওয়া উচিত?

Personal Loan Hazard Know Real Fact: পার্সোনাল লোন নেবেন ভাবছেন? জানেন সবচেয়ে বেশি সুদের হার এই লোনেই। তার সঙ্গে জড়িত রয়েছে একাধিক ফ্যাক্টর। যা না জানা থাকলে ফেঁসে যেতে পারেন ঋণের জালে। লোন নেওয়ার আগে জেনে নিন, নইলে বিপাকে পড়তে হবে।

Advertisement
পার্সোনাল লোন আখেরে ক্ষতি-ই, কোন পরিস্থিতিতে পার্সোনাল লোন নেওয়া উচিত?পার্সোনাল লোন নেওয়ার আগে জেনে নিন
হাইলাইটস
  • পার্সোনাল লোন আখেরে ক্ষতি-ই
  • সুদের হার সবচেয়ে চড়া
  • অনেক ব্যাঙ্কই প্রি-পেমেন্টের সুযোগ দেয় না

Personal Loan Hazard Know Real Fact: পার্সোনাল লোন (Personal Loan) নেওয়া আজকের সময়ে অত্যন্ত সহজ। যদি আপনার সিভিল স্কোর (Civil Score) ভালো থাকে। তাহলে কোনও সমস্যা ছাড়াই আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। আসলে পার্সোনাল লোন সবসময় ইমার্জেন্সিতেই (Emargency)নেওয়া হয়। কারণ অকারণে কেউ পার্সোনাল লোন নেন না, লম্বা পরিকল্পনা সহ লোন নিতে হলে অনেক রকম হোম লোন (Home Loan), গোল্ড লোন (Gold Loan), প্রপারটি লোন (Property Loan) এর মত অপশন রয়েছে। কিন্তু চটজলদি সে সবকিছু নেওয়া যায় না। তাই অল্প পয়সায় এবং চটজলদি লোন নিতে হলে পার্সোনাল লোনের দিকে ঝোঁকেন।

আরও পড়ুনঃ Shanidev 7 Lucky Signs: শনিদেবের কৃপায় আসছে সুসময়, বুঝবেন এই ৭ লক্ষণে

পার্সোনাল লোন কী?

এর মানে হল যে মানুষ নিজের সুবিধার জন্য যে লোন নেয়। কোনও জিনিস বন্ধক (Mortgage) রাখার প্রয়োজন হয় না। পার্সোনাল লোন আপনাকে খুব বেশি অ্যামাউন্টের নিতে হয় না। একাধিক বিভিন্ন ব্যাংক বিভিন্ন সর্বোচ্চ অ্যামাউন্টের লোন দেয়। পঞ্চাশ হাজার থেকে এক লাখ দু লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। এটি গ্রাহকদের আয়ের হিসেবে নির্ধারিত হয়।

আপনি পার্সোনাল লোন নেওয়ার কথা চিন্তা করেন তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখুন

১. সবচেয়ে বেশি সুদে পার্সোনাল লোন পাওয়া যায়। যদি বিনা চিন্তা-ভাবনা করে পার্সোনাল লোন নিয়ে নেন, এবং ঋণের জালে ফেঁসে যান তাহলে বিপদে পড়তে হতে পারে। হোম লোন এবং কার লোনের তুলনায় পার্সোনাল লোন অত্যন্ত দামি।

২. যদি আপনি পার্সোনাল লোন নিতে চান, তাহলে এর মধ্যে গ্যারেন্টের প্রয়োজন হয় না এবং সিভিলের ভিত্তিতেই আপনি এই লোন পেতে পারেন।

৩. যদি আপনার দ্রুত টাকার দরকার হয়, তাহলে সবচেয়ে সস্তা অন্যান্য প্রি-পেমেন্ট এর বিষয়ে আগে ঠিকঠাক জেনে নিন। যাতে পরে আপনাকে সমস্যায় পড়তে না হয়। আপনি ভাবলেন এক রকম, আর অন্য রকম ভাবে টাকা শোধ করতে হচ্ছে, তা যেন না হয়। অনেক ব্যাংক প্রয়োজনের আগে পার্সোনাল লোন বন্ধ করার বিকল্প দেয় না। সেটা জেনে নেবেন।

Advertisement

আরও পড়ুনঃ শ্রাবণ শেষে ভাদ্রমাসেও সহায় থাকবেন শ্রীকৃষ্ণ, গণেশ ও শিব; জানুন কীভাবে

সময়ের আগে লোন কীভাবে বন্ধ করবেন?

যেই ব্যাংকে আপনি পার্সোনাল লোন নিয়েছেন ওই ব্যাংকে আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে যান। সঙ্গে যত আপনার অ্যামাউন্ট রয়েছে তার চেক ডিমান্ড ড্রাফ্ট নিয়ে যান। যাতে আপনি বকেয়া লোন (Pre-Payment) শোধ করতে পারেন। ব্যাংক তার জন্য আপনাকে প্রি-চার্জ একটা নেবে এবং পয়সা নেওয়ার পর ব্যাংক আপনাকে অ্যাকনলেজমেন্ট লেটার দিয়ে দেবে।

 

POST A COMMENT
Advertisement