Advertisement

Canada Job Vacancies: কানাডায় লোক কম, চাকরি বেশি; শূন্যপদ ১০ লক্ষ, কীভাবে আবেদন?

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। বিদেশে চাকরি পেতে পারেন আপনিও। আসলে কানাডায় দশ লাখেরও বেশি চাকরি রয়েছে। কানাডায় এক্সপ্রেস এন্ট্রি সহ এই চাকরি পাওয়া যাবে। কী এই এক্সপ্রেস এন্ট্রি? আপনি যদি বিদেশি হন বা কানাডার প্রবাসী নাগরিক হন, তাহলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরি সূত্রে কানাডার নাগরিকত্বও পেতে পারেন। যাঁরা চাকরি করতে ইচ্ছুক তাঁদের জন্য আরও খুশির খবর এই যে, ২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার জনকে স্থায়ী বাসিন্দা করবে সেই দেশের সরকার।

Canada Job Vacancies

Advertisement
POST A COMMENT