scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Abbas Bhai: PM মোদীর বাড়িতে বড় হয়েছিলেন, খোঁজ মিলল সেই আব্বাসের

আব্বাস ও তার বাড়ি
  • 1/6

প্রধানমন্ত্রীর (Prime Minister) ছোটবেলার বন্ধু আব্বাসের (Abbas) কথা বলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ১৮ জুন নিজের মা হিরাবেনের (PM Modi's Mother Heeraben) ১০০ তম জন্মদিন পালন করেছেন তিনি। এই অবসরে প্রধানমন্ত্রী গান্ধীনগর (Gadhinagar) এর ছোট ভাই এর ঘরে মায়ের সঙ্গে দেখা করতে (PM Modi Meets Mother Heeraben) পৌঁছেছিলেন। প্রধানমন্ত্রী একটা ব্লগে (Blog) লিখেছিলেন যে, তাঁর মায়ের সঙ্গে জড়িত ছোটবেলা (Childhood Memory) রয়েছে, সেই স্মৃতিতে রয়েছে আব্বাস নামের একটি ছেলেও। যিনি তাঁদের সঙ্গে তাঁদের বাড়িতেই থাকতেন। হীরাবেনই তাঁকে পালন করেছেন নরেন্দ্র মোদীদের অন্য ভাইদের সঙ্গে। এরপরই কে আব্বাস নিয়ে ইন্টারনেট (Trending Abbas) ইউজার্সরা সার্চ শুরু করে দেন। যাতে 'আব্বাস' ট্রেন্ডিং হয়ে যায়। আব্বাসের খোঁজ করতে গিয়ে আজতক জানতে পারে তাঁর ইতিহাস। খোঁজ খবরে জানা যায়, আব্বাস গুজরাট সরকারের (Retired Govt Employee Abbas) চাকরি করে রিটায়ার্ড হয়ে এই সময় অস্ট্রেলিয়াতে (Australia) থাকছেন। গুজরাতের এই গ্রামে রয়েছে আব্বাসের বিশাল বাড়ি।

আব্বাস ও তার বাড়ি
  • 2/6

প্রধানমন্ত্রী মোদীর উল্লিখিত আব্বাসের দুই ছেলে রয়েছে। বড় ছেলে ভাডনগরের (Bhadnagar) কাসিম্পা গ্রামে (Kasimpa Village) থাকেন এবং ছোট ছেলে অস্ট্রেলিয়ার সিডনি (Sidney Australia) শহরে থাকেন। আব্বাস ভাই এই সময়ে নিজের ছোট ছেলের সঙ্গে অস্ট্রেলিয়াতে গিয়ে থাকছেন। এই ছবি আব্বাসের কাসিম্পা গ্রামের বাড়ির।

আব্বাস ও তার বাড়ি
  • 3/6

প্রধানমন্ত্রী মোদীর ঘরে ছোট থেকে বেড়ে ওঠা আব্বাস, গুজরাট সরকারের ক্লাস-টু কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এ কার্যরত ছিলেন। কিছু মাস আগেই তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন।

Advertisement
মায়ের জন্মদিনে মোদী
  • 4/6

আসলে প্রধানমন্ত্রী মোদী নিজের ব্লগে আব্বাসের কথা আলোচনা করেছেন। মা সবসময়ই অন্যদের খুশি দেখতে চাইতেন এবং রাখার চেষ্টা করতেন। ঘরে জায়গা কম ছিল কিন্তু তার মন অনেক বড় ছিল। এই উদাহরণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমাদের বাড়িতে একটু দূরে একটি গ্রাম ছিল। যেখানে আমার বাবার এক মুসলিম বন্ধু ছিলেন। তাঁরই ছেলে আব্বাস।

মায়ের জন্মদিনে মোদী
  • 5/6

প্রধানমন্ত্রী লিখেছেন যে, বন্ধুর অসময়ে মৃত্যুর পরে বাবা অসহায় আব্বাসকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। এক রকম আব্বাস আমাদের ঘরের সদস্য হয়ে যান। আমাদের সমস্ত বাচ্চাদের মতো আব্বাসকেও দেখাশোনা করতেন মা। আব্বাস এর জন্য তার পছন্দের খাবার তৈরি করতেন ইদের দিন।

 

মায়ের জন্মদিনে মোদী
  • 6/6

জানিয়ে দেওয়া যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন আজ ১৮ জুন নিজের ১০০ তম বছরে প্রবেশ করেছেন। এই সময়ে প্রধানমন্ত্রী গান্ধীনগর পৌঁছন এবং নিজের মায়ের পা ধুয়ে দেন এবং সেই জল নিজের চোখে স্পর্শ করেন। মা হীরাবেন, জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে বিখ্যাত ছেলেকে মিষ্টিও খাওয়ান।

Advertisement