বিয়ের দিনে বিয়ে ভাঙার ঘটনা অনেক হয়েছে। বেশিরভাগই হয়েছে পণের জনু। কিন্তু উত্তরপ্রদেশে এবার যে ঘটনার কারণে বিয়ে ভাঙল তা জেনে চোখ কপালে উঠতে পারে আপনার। যোগীরাজ্যে মাহোবা জেলায় শুরু হয়েছিল একটি বিয়ের অনুষ্ঠান। জাঁকজমক করেই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। বরপক্ষকে সাদর আমন্ত্রণ জানানো থেকে জয়মাল্য পরানো সব চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎই বেঁকে বসল মেয়ে।
বরকে বেশ কিছু প্রশ্নবাণ ছুঁড়ল কনে। ঠিক করলেন তারপরই বরমাল্য পরাবেন তিনি। সাফ জানালেন যদি বর উত্তর দিতে পারেন তবেই বিয়ে হবে নচেৎ এই পাত্রকে বিয়ে করবেন না। এখন প্রশ্ন হল এটাই যে কী এমন প্রশ্ন করলেন যার জেরে ভাঙল বিয়ে? জানা গিয়েছে দুইয়ের ঘরের নামতা পড়তে বলেছিলেন পাত্রকে। হবু বউয়ের মুখে এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গিয়েছিলেন বর। উত্তর দেওয়া তো দূর বিস্ময়ে হতবাক হয়ে গেছিলেন।
যদিও কনে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। পাত্রীর সিদ্ধান্তে অনুষ্ঠান তখন ভন্ডুল। কারোর বোঝার ক্ষমতা ছিল না হচ্ছে টা কী? কনে অবশ্য জানান যে ছেলে সামান্য দুইয়ের ঘরে নামতা বলতে পারে না তাঁকে তিনি নিয়ে করবেন না।
যদিও পাত্রপক্ষ তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শেষমেশ অনুষ্ঠানে হাজির হয় পুলিশ।
এদিকে বিয়ের জন্য খরচ হওয়া বিপুল টাকা ফেরত দিতে বলে পাত্রপক্ষ। পাত্রীপক্ষের এমন দাবি শুনে কনের বাড়িতে শুরু হয় তুলকালাম।