scorecardresearch
 
Advertisement
ভাইরাল

COVID রোগীর অক্সিজেন মাস্ক খুলে মহিলা শুরু করলেন পুজোপাঠ

covid
  • 1/6

কোভিড আবহে ভয়ংকর দৃশ্য উত্তরপ্রদেশে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে করোনা সাড়াতে অক্সিজেন নয়, মন্ত্র ও পুজো পাঠে আস্থা রাখছে পরিবার। কানপুরের হালাট হাসপাতালে রোগীর পরিজন অক্সিজেন মাস্ক খুলে দিয়ে মন্ত্রপাঠে চালাচ্ছেন প্রাণ বাচানোর চেষ্টা৷ 

covid
  • 2/6

ভিডিওটিতে পরিস্কার দেখা গিয়েছে, কোভিড রোগীর বেডের কাছে গিয়ে দুজন মহিলা পুজোপাঠ শুরু করেন। বৈদিক মন্ত্র থেকে উলুধ্বনি চলতে থাকে। গোটা ওয়ার্ড জুড়ে সেই ধ্বনি শোনা যায়। করোনা সংক্রমিতদের মধ্যে সুরক্ষা ছাড়াই প্রবেশ কীভাবে করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

covid
  • 3/6

ওই দুই মহিলার থেকে করোনা সংক্রমিত হতে পারে এমন মন্তব্যও করেছেন নেটিজেনরা। এদিকে এই ঘটনার পরই ওই রোগীর মৃত্যু ঘটে৷ যদিও পরিবারের তরফে চিকিৎসকদের দিকেই অবহেলার অভিযোগ আনা হয়েছে। যদিও হাসপাতালের তরফে বলা হয়েছে আগের দিন রাতেই দুই মহিলা জোর করে ঢুকে পড়েন ওই ওয়ার্ডে। 

Advertisement
covid
  • 4/6

ভিডিওটি ভাইরাল হতেই হাসপাতালের সুরক্ষাবিধি নিয়ে প্রশ্ন ওঠে৷ প্রিন্সিপল আর বি কমল জানান যে এটি ২২ এপ্রিলের ভিডিও৷ ডা অলোক বর্মা কোভিড রোগীদের দেখছিলেন। ওই মহিলাদের নার্স ভেবে তিনি ঢুকতে দেন। কিন্তু পরে ওয়ার্ডের মধ্যেই পুজোপাঠ শুরু করেন দুই মহিলা।

covid
  • 5/6

রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয় ওই সময়। হাসপাতালের কর্মীরা সেই সময় ছুটে এলে তাদের সঙ্গে মারপিট করেন ওই মহিলারা এমনটাই দাবি করা হয়েছে। এরপর তারা ওয়ার্ড ছেড়ে বেরিয়ে যান। 
 

covid
  • 6/6

প্রিন্সিপাল জানান যে রাতের দিকে হাসপাতালে কর্মী সংখ্যা কিছুটা কম থাকে। সেই সুযোগেই ঢুকে পড়েন ওই মহিলারা। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।

Advertisement