সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে গোটা বাগান কার্যত তছনছ করে দিয়েছে একটি দাঁতাল। কিন্তু সব গাছ ভেঘে ফেললেও একটি গাছকে কিছু করেনি হাতিটি। তার কারণটিও অভিনব।
আসলে ওই গাছটিতে একটি পাখির বাসা ছিল। তাতে বেশ কিছু ছোট পাখির বাচ্চা ছিল। তাই হাতিটি ওই গাছের কোনও ক্ষতি করেনি। তামিলনাড়ুর এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
স্থানীয় একটি নিউজ চ্যানেল ভিডিওটি রেকর্ড করে। বনবিভাগের কর্তা সুশান্ত নন্দা ভিডিওটি পোস্ট করে। হাতিটির এই কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন সকলে। বাগানের একটি মাত্র গাছেই পাখির বাসা ছিল। আর সেই গাছটির গায়েকোনও আঁচড় পড়তে দেয়নি হাতিটি।
স্থানীয় লোকেরা বলছেন, এই কারণ হাতিকে তারা বেশি ভালোবাসে। তবে গোটা বাগানে ওই গাছটি বাদ দিয়ে একটি কলা গাছও আস্ত রাখেনি হাতিটি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্রচুর শেয়ার হয়েছে। নেটিজেনরা কার্যত হতবাক হয়ে গিয়েছেন এই ভিডিওটি দেখার পরে।
This is the reason as to why elephants are called gentle giants. Destroyed all the banana trees , except the one having nests.
— Susanta Nanda IFS (@susantananda3) May 7, 2021
Gods amazing Nature🙏
(Shared by @Gowrishankar005) pic.twitter.com/iK2MkOuvaM