scorecardresearch
 
Advertisement
ভাইরাল

আকাশে উড়ল চার চাকার গাড়ি! নজিরবিহীন কীর্তিতে তাজ্জব বিশ্ব

flying hybrid car
  • 1/5

'গল্পের গরু গাছে ওঠে' তাই বলে 'আকাশে গাড়ি'? হ্যারি পটারের 'দ্য চেম্বার অফ সিক্রেটস' সে পটারের প্রাণের বন্ধু রোনাল্ড উইসলির সঙ্গে উড়ন্ত গাড়ি নিয়ে উড়েছিল বটে, কিন্তু সে তো ম্যাজিক। তবে বিশ্বে নজির গড়ে এবার সত্যিই উড়ল চার চাকার গাড়ি৷ মার্কিন ফেডারেল অসামরিক বিমানপরিবহন সিলমোহর দিয়েছে এই বিষয়ে। ভূপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে উড়ছে এই তাক লাগানো গাড়ি। গাড়িটি তৈরি করেছে Terrafugia Transition। রাস্তায় যেমন স্পিড তুলতে পারবে আকাশেও তেমন ছুটবে এই গাড়িটি। 

flying hybrid car
  • 2/5

এমন আরও গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থার কাছে।  Terrafugia ট্রান্সিতিওন জানায় তাদের আবিষ্কৃত এই গাড়িটি রাস্তায় সর্বোচ্চ ১৬০ কিমি/ঘন্টায় ছুটতে পারে। মার্কিন বিমানপরিবহন এই গাড়িটিকে 'স্পেশাল লাইট-স্পোর্টস এয়ারক্র‍্যাফট' হিসেবে ছাড়পত্র দিয়েছে। 
 

flying hybrid car
  • 3/5

এই মুহুর্তে এই যানটি নিয়ে প্রশিক্ষণ চলছে। অনেক পাইলট হাতে ধরে বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। গাড়িটি রাস্তায় কীভাবে দৌড়বে তার খুঁটিনাটি আগামী এক বছরের মধ্যে ঠিক হবে। ড্রাইভাররা চাইলে এক মিনিটের মধ্যে গাড়িটিকে বিমানে বদলে দিতে পারবেন।

Advertisement
flying hybrid car
  • 4/5

এই 'ফ্লাইং কার' অবশ্য ল্যান্ড করার জন্য ছোট এয়ারপোর্ট কিংবা হাইওয়েতে নামতে পারবে। ডানাও গুটিয়ে নিতে পারবে রাস্তায় নামার পর। গাড়িটিতে রয়েছে হাইব্রিড ইলেক্ট্রিক মোটর৷ প্রিমিয়াম পেট্রোল এবং বিমানের ফুয়েল ব্যবহার করা হচ্ছে। 
 

flying hybrid car
  • 5/5

২০২২ এর মধ্যেই এই গাড়ি-প্লেনের চূড়ান্ত কাজকর্ম শেষ হবে। বসার আসন থাকবে দুটি। এই বিশেষ যান চালাতে অবশ্যি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে স্পোর্টস পাইলট সার্টিফিকেটও লাগবে।
 

Advertisement