বিড়ির প্যাকেটে মেসির নাম সঙ্গে ছবিও। কেউ কেউ তো বলছেন এটাই ভারতে মেসির প্রথম বিনিয়োগ বা বিজ্ঞাপন। ভাইরাল এই ছবি ঘিরে হতবাক সকলে।
সদ্য দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকার কাপ। কেরিয়ারে এটাই প্রথম দেশের হয়ে আন্তজার্তিক ট্রফি জিতেছেন মেসি। কিন্তু এর মধ্যে ভাইরাল একটি ছবি।
Messi's first endorsement in India
— Rupin Sharma IPS (@rupin1992) July 13, 2021
☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/07vh7bTMwC
সৌজন্যে মেসি বিড়ি। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ছবি। দেখা যাচ্ছে একটি বিড়ির প্যাকেটে লেখা মেসি বিড়ি নামে। সেখানে ঠিকানা দেওয়া রয়েছে মুর্শিদাবানের ধুলিয়ানের।
পুরো বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বিষয়টি মজার হিসাবে নিয়েছেন। কেউ কেউ তো বলছেন, মেসি এই প্রথম ভারতে বিনিয়োগ করেছে।
তবে এর নেপথ্যে কারা সেটা জানা যায়নি। তবে বাংলায় ফুটবল যেভাবে জনপ্রিয় সেই হিসাবেই কেউ বোধহয় বিড়ির নাম মেসি বিড়ি রেখেছেন বলে মনে করা হচ্ছে।