MA English Chawali: হাবড়া (Habra)-র টুকটুকি দাসের চায়ের দোকান হবে মডেল। রবিবার জানালেন স্থানীয় বিধায়ক, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick)। এদিন তিনি তাঁর সঙ্গে দেখা করেন। তাঁকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন।
সম্প্রতি সংবাদমাধ্যমে ও সংবাদপত্রে প্রকাশ পায় হাবড়া স্টেশনের এমএ ইংলিশ চাওয়ালি (MA English Chawali)-র খবর। বছর ছাব্বিশের তরুণী টুকটুকি দাসের প্রতিবেদন। যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।
কিন্তু সরকারি চাকরি না পাওয়া মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে ব্যবসায়ী মনোভাব থেকে নিজেকে সরাতে নারাজ।
কয়েকদিন আগে এলাকার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick)-এর কাছেও 'এমএ ইংলিশ চাওয়ালির' কথা পৌঁছয়।
রবিবার বিকেলে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভায় টুকটুকিকে ডেকে পাঠায় পুরসভার পুর প্রশাসকের কক্ষে।
তখন হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick) ছাড়াও হাবড়া পুরসভার মুখ্য প্রশাসক নারায়ণচন্দ্র সাহা-সহ প্রশাসকমণ্ডীর সদস্যরা।
টুকটুকি জানান, কোনও চাকরি নয়, তিনি এখন চান নিজের চায়ের স্টলটিকে ধীরে ধীরে বড় করা ও নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়া।
এরপর বিধায়ক ও পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় টুকটুকির চায়ের স্টল আধুনিকীকরণ করে ওঁর মত করে সাজিয়ে দেওয়া হবে।
এলাকার বিধায়ক (WB Forest Minister Jyotipriya Mallick) ও পুরসভা এভাবে পাশে দাঁড়ানোয় একপ্রকার আপ্লুত টুকটুকি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick) জানান, আমরা সবাই চাকরির সন্ধান করি। যদি কোনও সুপারিশ করি, বলি চাকরি চাই। কখনও মন্ত্রী, কখনও বিধায়কের কাছে যাই।
তিনি (WB Forest Minister Jyotipriya Mallick) বলেন, ও ব্যবসা করতে চায়। কারও সাহায্য চাই না। ও যখন এভাবে ব্যবসা করতে চায়, পুরসভা তাঁকে সাহায্য করতে চায়। ওর অনেক পরিকল্পনা রয়েছে। আজ কলকাতায় আলোচ্য বিষয়। চা খেতে আসছে, দেখতে আসছে। শিক্ষক, লেকচারা হতে পারত। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই বয়সে যদি এমন মনোভাব থাকে, ও অনেক দূর যাবে।
তিনি (WB Forest Minister Jyotipriya Mallick) বলেন, সেখানে যেখানে ফুডকোর্ট থাকবে, সেখানে মডেল করে নিয়ে যাব। মেলা হলে ওর এই কাজকে মডেল করব। কোনও আর্থিক সাহায্য নেবে না। আমরা ওর পাশে আছি। সবাই আছি।
তিনি আরও বলেন, আমি ওর মানসিকতা বুঝতে পেরেছি। আমি চাকরির কথা বলিনি। আমি ব্যবসা করব। বাড়ির ছোট মেয়ে ব্যবসা করে যদি বড় হতে পারে, অনেকে তো এমন হয়েছে।