scorecardresearch
 
Advertisement
ভাইরাল

একরত্তিকে হাঁড়িতে ভাসিয়ে পোলিও খাওয়াতে এলেন বাবা, দেখুন

জলমগ্ন ক্যানিং
  • 1/10

পোলিও টিকা (Polio Vaccine) দিতে গ্রামে গ্রামে পৌঁছে গেলেন স্বাস্থ্য দফতরের মহিলা কর্মীরা। তারমধ্যেই উঠে এল মানবিক দৃশ্য।

জলেই টিকাকরণ
  • 2/10

 ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লক (Canning South 24 Parganas)। এলাকার সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সিংহেশ্বরী গ্রামে এক হাঁটু জলে দাঁড়িয়ে এক শিশুকে পোলিও টিকা দিতে দেখা গেল এক মহিলা কর্মীকে।

জলেই টিকাকরণ
  • 3/10

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, জলে ভাসমান হাঁড়ির মধ্যে শুয়ে রয়েছে এক শিশু। পাশে দাঁড়িয়ে রয়েছেন শিশুটির বাবা। আর সেই অবস্থাতেই শিশুটিকে দেওয়া হচ্ছে পোলিওর টিকা। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/10

এই প্রসঙ্গে ক্যানিং ২ নম্বর ব্লকের বিডিও প্রণব মণ্ডল জানাচ্ছেন, গত সপ্তাহের প্রবল বর্ষণের ফলে ক্যানিং ২ নম্বর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতের ১৬টি গ্রাম পুরোপুরি জলমগ্ন এবং ১৪টি গ্রাম আংশিক জলমগ্ন। (প্রতীকী ছবি)

জলমগ্ন ক্যানিং
  • 5/10

কোথাও ৩ ফুট, তো কোথাও ২ ফুট জল দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে ব্লকের স্বাস্থ্য দফতরের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পোলির টিকা নিয়ে জল ঠেলে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। 

প্রতীকী ছবি
  • 6/10

 প্রশাসনের পক্ষ থেকে তাঁদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরেও যেভাবে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে টিকাকর্মীরা গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছেন, তাঁদের সেই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন বিডিও। (প্রতীকী ছবি)

প্রতীকী ছবি
  • 7/10

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার বেশকিছু অঞ্চল জলমগ্ন। এর পাশাপাশি আবারও ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement
জলমগ্ন ক্যানিং
  • 8/10

সেক্ষেত্রে এর পরে বৃষ্ট হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।  

প্রতীকী ছবি
  • 9/10

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমে যাওয়া ও তার ফলে যানজটের আশঙ্কা রয়েছে

প্রতীকী ছবি
  • 10/10

তাছাড় কাঁচা রাস্তা ও জমির ফসলও ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisement