scorecardresearch
 
Advertisement
ভাইরাল

ভাইরাল কলকাতার বধূর কীর্তি!স্বামীকে পাশে বসিয়ে নিজেই শ্বশুরবাড়ি গেলেন গাড়ি চালিয়ে

ড্রাইভারের সিটে বসে
  • 1/5

ড্রাইভারের সিটে বসে গাড়ি চালিয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যাচ্ছেন নববধূ। পাশে বসে স্বামী। এমন দৃশ্য কেউ কল্পনাও করেননি হয়তো। সম্প্রতি কলকাতায় ভাইরাল এক ভিডিও সবাইকে অবাক করে দিয়েছে। 

নেটিজেনরা এই ভিডিওর
  • 2/5

ইতিমধ্যে নেটিজেনরা এই ভিডিওর প্রশংসা করেছে। সাধারণত কান্নার রোলের দৃশ্য সবাই দেখেন এমন সময়ে। কিন্তু এখানে দেখা যায় অন্য দৃশ্য। সেই সঙ্গে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল সত্যি মজা লাগছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়
  • 3/5

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, তাতে স্নেহা এবং তার বরকে গাড়িতে বসে দেখানো হয়েছে। তবে স্নেহা ড্রাইভারের সিটে বসে এবং তার স্বামী ড্রাইভারের পাশের সিটে বসে।

Advertisement
সোশ্যাল মিডিয়ায়
  • 4/5

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক শেয়ার হয়েছে। অনেকেই ওই যুগলের এমন কীর্তির প্রশংসা করেছেন।

সমাজের নির্ভীক ও অনুপ্রেরণামূলক
  • 5/5


সমাজের নির্ভীক ও অনুপ্রেরণামূলক মহিলাদের কাছে নিজের ভাইরাল হওয়া ভিডিওটি উৎসর্গ করেছে স্নেহা। 
 

Advertisement