চাঞ্চল্যকর ঘটনা বললে কম বলা হবে। ধরুন আপনার জিভে চলে এসেছে কোনও পোকা। আর তা খেয়ে নিল আপনার গোটা জিভ! ভয় ধরিয়ে দেওয়ার মতো ঘটনা তবে এমন হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের ঘটনা। সেখানকার ২৭ বছরের ডন মার্কস একটা মাছ ধরেছিলেন। সেটারি ওজন ছিল ২.৭২ কেজি। মাছ ধরার পর মাছ ধরার কাঁটা বের করেন তিনি। আর তখনই নজরে আসে ওই ঘটনা।
মাছের জিভ দেখে চমকে ওঠেন তিনি। কারণ এর আগে তাঁর এমন কোনও অভিজ্ঞতা ছিল না। তিনি সমুদ্র জীববিজ্ঞানের ছাত্র।
তিনি সময় নষ্ট করেননি। ঝটপট ভিডিয়ো করেন, ছবি তুলে নেন। আর এরপর নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক নিকো স্মিটের কাছে পাঠিয়ে দেন। এর কারণ এমন প্যারাসাইট তিনি এর আগে দেখেননি। এ ব্যাপারে জানাও ছিল না।
ওই অধ্যাপক, ডন এর আগে এমন কিছু দেখেননি। ওর চোখ ছিল নীলচে। যথন আমি ছবি তুলছিলাম, তখন সেটি যেন আমার দিকে তাকিয়ে ছিল।
অধ্য়াপক নিকো স্মিট জানান, এই প্যারাসাইট কারপেন্টার মাছের শরীরে থাকে। তারা মাছের জিভ খেয়ে নেয়। জিভের জায়গায় নিজের চিপকে যায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে বিজ্ঞানীরা জানেন। তবে আরও তথ্য দরকার। এ ব্যাপারে গবেষণা দরকার।
This is unreal. What if they start hooking somewhere else fish and eat the human tongue? This is beyond crazy. Wow. https://t.co/W581QF5QIo
— Leona(MAGA/FIGHTER) (@Leona05819610) May 11, 2021
এখনও পর্যন্ত জিভখেকো ২৮০ প্রজাতির প্যারাসাইটের খোঁজ মিলেছে। তবে এরা সবাই এক প্রকার মাছের ওপরই হামলা চালায় বলে জানা গিয়েছে। যখন কোনও প্যারাসাইট বোঝে, সেটি কোনও উপযুক্ত মাছ পেয়ে গিয়েছে, তখনই সে তার মুখে জায়গা করে নেয়।
যখন সেটি কোনও মাছের মুখের ভেতরে ঢুকে পড়ে, তখন সেটি নিজের লিঙ্গ বদলে ফেলে। পুরষ থেকে হয়ে যায় মহিলা। আর শরীর বড়সড় হয়ে যায়।
১৯৮৩ সালের একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, এই প্যারাসাইট অনেক সময় মাছের শিকারের কাজে লাগে। মাছ যখন কোনও কিছু শিকার করে, তখন প্যারাসাইট সেটি ধরে রাখতে সাহায্য করে।
Fisherman finds 'alien' tongue-eating parasite inside fish's mouth https://t.co/pFZqOMo3su
— The Sun (@TheSun_NI) May 11, 2021
বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোনও দুর্বল কারপেন্টার মাছকে দেখলে বুঝে নিতে হবে, সেটির শরীরে এক বা একাধিক প্যারাসাইট রয়েছে।
তবে তার শিকারের মৃত্যু হলে প্য়ারাসাইটের কী হয়, তা জানা যায়নি। তবে মাছ মারা গেলে প্যারাসাইটও মারা যায়, এমন হতে পারে।
Parasite which bites off a fish's tongue and then REPLACES it is discovered in South Africa https://t.co/am9w3r5g9r
— Daily Mail Online (@MailOnline) May 11, 2021