scorecardresearch
 
Advertisement
ভাইরাল

PHOTOS : মৎস্য-মুখে জিভখেকো প্যারাসাইট! জোর চর্চা বিজ্ঞানমহলে

চাঞ্চল্যকর
  • 1/12

চাঞ্চল্যকর ঘটনা বললে কম বলা হবে। ধরুন আপনার জিভে চলে এসেছে কোনও পোকা। আর তা খেয়ে নিল আপনার গোটা জিভ! ভয় ধরিয়ে দেওয়ার মতো ঘটনা তবে এমন হয়েছে।

দক্ষিণ আফ্রিকা
  • 2/12

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের ঘটনা। সেখানকার ২৭ বছরের ডন মার্কস একটা মাছ ধরেছিলেন। সেটারি ওজন ছিল ২.৭২ কেজি। মাছ ধরার পর মাছ ধরার কাঁটা বের করেন তিনি। আর তখনই নজরে আসে ওই ঘটনা। 

চমকে
  • 3/12

মাছের জিভ দেখে চমকে ওঠেন তিনি। কারণ এর আগে তাঁর এমন কোনও অভিজ্ঞতা ছিল না। তিনি সমুদ্র জীববিজ্ঞানের ছাত্র।

Advertisement
ভিডিয়ো
  • 4/12

তিনি সময় নষ্ট করেননি। ঝটপট ভিডিয়ো করেন, ছবি তুলে নেন। আর এরপর নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক নিকো স্মিটের কাছে পাঠিয়ে দেন। এর কারণ এমন প্যারাসাইট তিনি এর আগে দেখেননি। এ ব্যাপারে জানাও ছিল না।

নীলচে
  • 5/12

ওই অধ্যাপক, ডন এর আগে এমন কিছু দেখেননি। ওর চোখ ছিল নীলচে। যথন আমি ছবি তুলছিলাম, তখন সেটি যেন আমার দিকে তাকিয়ে ছিল।

অধ্য়াপক
  • 6/12

অধ্য়াপক নিকো স্মিট জানান, এই প্যারাসাইট কারপেন্টার মাছের শরীরে থাকে। তারা মাছের জিভ খেয়ে নেয়। জিভের জায়গায় নিজের চিপকে যায়।

তথ্য
  • 7/12

তিনি আরও জানান, এ ব্যাপারে বিজ্ঞানীরা জানেন। তবে আরও তথ্য দরকার। এ ব্যাপারে গবেষণা দরকার।

Advertisement
জিভখেকো
  • 8/12

এখনও পর্যন্ত জিভখেকো ২৮০ প্রজাতির প্যারাসাইটের খোঁজ মিলেছে। তবে এরা সবাই এক প্রকার মাছের ওপরই হামলা চালায় বলে জানা গিয়েছে। যখন কোনও প্যারাসাইট বোঝে, সেটি কোনও উপযুক্ত মাছ পেয়ে গিয়েছে, তখনই সে তার মুখে জায়গা করে নেয়। 

লিঙ্গ
  • 9/12

যখন সেটি কোনও মাছের মুখের ভেতরে ঢুকে পড়ে, তখন সেটি নিজের লিঙ্গ বদলে ফেলে। পুরষ থেকে হয়ে যায় মহিলা। আর শরীর বড়সড় হয়ে যায়।

গবেষণাপত্র
  • 10/12

১৯৮৩ সালের একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, এই প্যারাসাইট অনেক সময় মাছের শিকারের কাজে লাগে। মাছ যখন কোনও কিছু শিকার করে, তখন প্যারাসাইট সেটি ধরে রাখতে সাহায্য করে।

দুর্বল
  • 11/12

বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোনও দুর্বল কারপেন্টার মাছকে দেখলে বুঝে নিতে হবে, সেটির শরীরে এক বা একাধিক প্যারাসাইট রয়েছে।

Advertisement
মৃত্যু
  • 12/12

তবে তার শিকারের মৃত্যু হলে প্য়ারাসাইটের কী হয়, তা জানা যায়নি। তবে মাছ মারা গেলে প্যারাসাইটও মারা যায়, এমন হতে পারে।

Advertisement