Advertisement
ভাইরাল

Terracotta Warriors: প্রথম চিনা-শাসকের গোপন সমাধির কাছে মিলল ২২০০ বছরের প্রাচীন ‘গুপ্তধন’!

  • 1/7

চিনের প্রত্নতত্ত্ববিদরা একটি ঐতিহাসিক গুপ্তধনের সন্ধান পেয়েছেন। এই অনুসন্ধানে একটি সমাধি থেকে বেরিয়ে এসেছে মূল্যবান ইতিহাস। এই গুপ্তধন চিনের প্রথম সম্রাটের সঙ্গে জড়িত। চিনের প্রত্নতত্ত্ববিদরা এই গোপন সমাধির কাছে ২০টি পোড়ামাটির যোদ্ধার খোঁজ পেয়েছেন।

  • 2/7

চিনে ২৫৯ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২১০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দেশের প্রথম সম্রাট কিন শি হুয়াং শাসিন করেছিলেন। এখনও পর্যন্ত ৮০০০ টেরাকোটার যোদ্ধা তাঁর সমাধির চারপাশ থেকে আবিষ্কৃত হয়েছে। এবারও ২০টি নতুন করে টেরাকোটার যোদ্ধার খোঁজ মিলেছে।

  • 3/7

এই সফল অনুসন্ধানের পর এখন চিনে টেরাকোটা যোদ্ধাদের সংখ্যা আরও বেড়েছে। বিগত কয়েক দশক ধরে, কিন শি হুয়াং (Qin Shi Huang) সৈন্যবাহিনী বৃদ্ধি করে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন।

Advertisement
  • 4/7

প্রত্নতাত্ত্বিকরা কিন শি হুয়াং (Qin Shi Huang)-এর সমাধি থেকে ২০০০টি পোড়ামাটির যোদ্ধাও খুঁজে পেয়েছেন, যাদের কাছে তলোয়ার, তীর-ধনুক, বর্শা ছিল। আশ্চর্যজনকভাবে, এই সবই এখনও নিরাপদ ও প্রায় অক্ষত রয়েছে।

  • 5/7

চিনের ঐতিহাসিক নথিতে টেরাকোটার যোদ্ধাদের কোনো উল্লেখ নেই। এগুলো কেন তৈরি করা হয়েছিল, তা-ও জানা যায়নি। বলা হয় এই সৈন্যরা কিন শি হুয়াং-এর আধিপত্য দেখানোর একটি উপায় ছিল। তাই এটি বিশ্বাস করা হয় যে কিন শি হুয়াং-এর মৃত্যুর পরে, অন্য বিশ্বে (পরলোকে) তাকে রক্ষা করার জন্য টেরাকোটা ওয়ারিয়র্স তৈরি করা হয়েছিল।

  • 6/7

সম্প্রতি পাওয়া টেরাকোটার যোদ্ধাদের একটি বড় গর্তে কবর দেওয়া হয়েছিল। পদাতিক ও রথ বাহিনীর টেরাকোটার যোদ্ধাদের প্রধানত এই গর্তে সমাধিস্থ করা হয়েছিল। এই যোদ্ধাদের মধ্যে কয়েকজনকে সেনা প্রধানের পদে দেখা গিয়েছে। কারণ, তাঁদের মুকুট সেই অবস্থান অনুযায়ী সজ্জিত ছিল। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (CGTN)-ও বিষয়টি নিশ্চিত করেছে।

  • 7/7

লাইভসায়েন্সে (LiveScience) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই অনুসন্ধানে পাওয়া কিছু টেরাকোটার যোদ্ধা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। সেগুলো মেরামত ও সংরক্ষণের জন্য কিন শি হুয়াং মিউজিয়াম সাইট মিউজিয়ামে হস্তান্তর করা হবে। তবে জাদুঘর থেকে এই টেরাকোটার যোদ্ধাদের সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement