ট্রেন সবে ছেড়েছে। গতিও বাড়িয়েছে আস্তে আস্তে। আর ঠিক তখন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান গর্ভবতী। আর সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এক RPF কর্মী।
কার্যত নিজের জীবন বাজি রেখে মহিলাকে বাঁচালেন তিনি। ওই মহিলা প্ল্যাটফর্ম থেকে পড়ে যাচ্ছিলেন একেবারে ট্রেন লাইনে। মহিলাকে বাঁচানোর ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, ট্রেন থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মহিলা।মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে বাঁচান এক রেল পুলিশকর্মী।
মুম্বইয়ের মধ্য রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা শিবাজী সুতা এই ঘটনার ভিডিও টুইট করেছেন। জানিয়েছেন মুম্বইয়ের কাছে কল্যাণ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, কল্যাণ থেকে গোরখপুরের যাওয়ার কথা ছিল ওই মহিলা ও তাঁর স্বামীর। তবে তাঁরা ভুল করে অন্য ট্রেনে চড়ে বসেন। আর তাতেই বিপত্তি।
যখন তাঁরা জানতে পারেন যে, ভুল ট্রেনে চড়ে বসেছেন তখন ওই মহিলা তড়িঘড়ি ট্রেন থেকে নামতে যান। নামতে গিয়ে পড়ে যান। আর একটু হলে ট্রেন লাইনের ফাঁকে চলে যেতেন যেতেন তিনি।
তবে এক রেল পুলিশকর্মীর তৎপরতায় বেঁচে যান তিনি। এই ভিডিও সামনে আসতেই নিমেষের মধ্যে তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রশংসা করেছেন ওই রেল পুলিশকর্মীর।