Advertisement
ভাইরাল

Astronauts Drink Urine: মহাকাশচারীদের মূত্র পান করতে হয় কেন? জানলে চমকে উঠবেন

  • 1/10

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) থাকা মহাকাশচারীরা নিজেদের মূত্র পরিশোধন করে পান করেন। জানুন এর কারণ!

 

  • 2/10

পৃথিবী থেকে মহাকাশে জল পাঠানো ব্যয়বহুল। প্রতি লিটার জল পাঠাতে প্রায় ৪৮,০০০ ডলার খরচ হয়!

 

  • 3/10

মহাকাশে জলের অপচয় রোধে ISS-এ একটি বিশেষ সিস্টেম আছে যা মূত্র ও ঘামের জল পরিশোধন করে।

 

Advertisement
  • 4/10

ISS-এর Water Recovery System (WRS) মূত্র থেকে জল আলাদা করে একাধিক ধাপে পরিশোধন করে।

 

  • 5/10

মহাকাশচারীরা টয়লেটে নির্দিষ্ট স্থানে মূত্র ত্যাগ করেন। প্রথমেই মূত্রকে প্রথমে ফিল্টারের মাধ্যমে ছেঁকে কঠিন পদার্থ আলাদা করা হয়।

 

  • 6/10

বিশেষ মেশিনে মূত্রকে গরম করে বাষ্পে পরিণত করা হয়। সহজ ভাষায়, ডিস্টিল করা হয়। যাতে বিশুদ্ধ জল আলাদা হয়।

 

  • 7/10

এরপর অতিবেগুনি রশ্মি বা UV রে দিয়ে জীবাণু ধ্বংস করা হয়। এর ফলে সেই জল সম্পূর্ণ নিরাপদ হয়।

 

Advertisement
  • 8/10

মূত্র পান শুনে হয় তো ঘেন্না লাগছে। কিন্তু, NASA বলছে, এই জল পৃথিবীর যেকোনও বিশুদ্ধ পানীয় জলের থেকেও পরিষ্কার।

  • 9/10

কিন্তু এতকিছু করে লাভ কী? এই পদ্ধতিতে জল পুনর্ব্যবহার করা যায়, ফলে মহাকাশযানে কম জল পাঠাতে হয়, যা খরচ ও জ্বালানি বাঁচায়।

 

  • 10/10

ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলের বেসেও গিয়ে মানুষ থাকলে, সেখানেও এই প্রযুক্তি কাজে লাগবে। দীর্ঘ কয়েক মাস জুড়ে মহাকাশযাত্রার সময়েও এই পদ্ধতিতে মূত্র ফিল্টার করে ব্যবহার করা যেতে পারে। 

Advertisement