
10 Things You Did Not Know About Bengali Language: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য এই দিন শহিদ হয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে। মাতৃভাষার সঙ্গে মানুষের আত্মপরিচয় যে কতটা জড়িয়ে, তা আমরা অনেকসময়ই ভুলে যাই। আসুন, ভাষা দিবসে, বাংলা ভাষার সম্পর্কে এমন ১০টি তথ্য জেনে নেওয়া যাক, যা প্রত্যেক বাঙালির জানা উচিত,
১. বিশ্বের অন্যতম প্রচলিত ভাষা বাংলা
বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম মাতৃভাষা। মোট বাংলাভাষীর সংখ্যার নিরিখে এটি পৃথিবীর সপ্তম সর্বাধিক প্রচলিত ভাষা।
২. ২৫ কোটির বেশি মানুষ রোজ বাংলা বলেন
বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকায় বাংলা-ই প্রধান ভাষা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষীর সংখ্যা ২৫ কোটিরও বেশি। এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
৩. ভারতের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা
ভারতে হিন্দির পরেই বাংলা দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের বরাক উপত্যকায় এটি সরকারিভাবে(অফিসিয়াল কাজে ব্যবহৃত ভাষা) স্বীকৃত। ২০১১ সাল থেকে ঝাড়খণ্ডেও বাংলা দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা পেয়েছে।
৪. ভারতের অন্যতম দ্রুত বর্ধীয়মান ভাষা
২০১১ সালের ভারতের জনগণনার তথ্য অনুযায়ী, বাংলা হল দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা এবং চতুর্থ দ্রুততম বর্ধীয়মান ভাষা।
৫. বাংলা ভারতের ক্লাসিকাল ল্যাঙ্গোয়েজ
২০২৪ সালের ৩ অক্টোবর, ভারত সরকার বাংলাকে ‘ক্লাসিকাল ল্যাঙ্গোয়েজ’-এর মর্যাদা প্রদান করেছে। এর থেকেই এই ভাষার ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব অনুমান করা যায়।
৬. আধুনিক বাংলা ভাষার ভিত্তি
উনবিংশ ও বিংশ দশকে বাংলা ভাষার আধুনিকিকরণ প্রক্রিয়া শুরু হয়। মূলত কলকাতাকে কেন্দ্র করেই ভাষার বিবর্তন হতে থাকে। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এই দুই জায়গার বাংলা ভাষা মূলত নদিয়া ও কুষ্টিয়া জেলার উপভাষার উপর ভিত্তি করে গঠিত।
৭. পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলার পার্থক্য
বাংলাদেশের বাংলা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে একটু অন্যরকম। যেমন ধরুন, সেখানে বাংলায় ‘লবণ’ (লবণ) শব্দটি ব্যবহৃত হলেও, পশ্চিমবঙ্গের বাংলায় একে বলা হয় ‘নুন’। এই ধরনের ছোট ছোট আঞ্চলিক পার্থক্যই বাংলা ভাষার বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।
৮. বাংলা ভাষার সঙ্গে জড়িয়ে বাঙালির আত্মপরিচয়
বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহিদ হয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
৯. বাংলা সাহিত্য বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাহিত্যধারা
বাংলা সাহিত্যের স্বর্ণযুগ শুরু হয় ১৯শ শতকে, যা ‘বাঙালি নবজাগরণ’ নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম বাঙালি, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশের মতো বহু সাহিত্যিক বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন।
১০. বাংলার সুদূর ইতিহাস
বাংলা ভাষায় সাহিত্যের ইতিহাস তিন ভাগে বিভক্ত— প্রাচীন (১০০০-১৩৫০ খ্রিস্টাব্দ), মধ্যযুগ (১৩৫০-১৮০০ খ্রিস্টাব্দ) এবং আধুনিক যুগ (১৯শ শতক থেকে বর্তমান)।