scorecardresearch
 

'৫ মিনিটের কাজে ২,৬৯,০০০ টাকা বিল!', হাসপাতালের রহস্য ফাঁস করলেন মহিলা

ঘটনাটি আমেরিকার। Tiktok ইউজার মর্গান জানাচ্ছেন, তাঁর নর্মাল ডেলিভারি হয়েছিল, আর সেটি ছিল মাত্র ৫ মিনিটের কাজ। কিন্তু তার জন্য তাঁকে ২ লক্ষ ৬৯ হাজার টাকা বিল ধরান হয়। 

Advertisement
ভিডিওর স্ক্রিনশট ভিডিওর স্ক্রিনশট
হাইলাইটস
  • হাসপাতালের চাঞ্চল্যকর বিল
  • সোশ্যাল মিডিয়ায় সরব মহিলা
  • মুহূর্তে ভিডিও ভাইরাল

প্রসবের পর হাসপাতালের বিল দেখে চক্ষু চড়কগাছ এক মহিলার। সেই নিয়ে ভিডিও করলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মহিলা জানান, হাসপাতালে তাঁর সন্তানকে তুলে 'স্কিন টু স্কিন টাচ'-এর জন্য আলাদা করে ৩,৫০০ টাকা নেওয়া হয়। 

ঘটনাটি আমেরিকার। Tiktok ইউজার মর্গান জানাচ্ছেন, তাঁর নর্মাল ডেলিভারি হয়েছিল, আর সেটি ছিল মাত্র ৫ মিনিটের কাজ। কিন্তু তার জন্য তাঁকে ২ লক্ষ ৬৯ হাজার টাকা বিল ধরান হয়। 

মর্গান ভিডিওতে লেবার চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানাচ্ছেন ছোটখাট বিষয়কে নিয়ে যেভাবে চার্জ করা হয়েছে তা বিষ্ময়কর। তবে সেই বিলের একটি বড় অর্থ অঙ্ক বিমার মাধ্যমে কভার হয়েছে বলে জানান তিনি। 

মর্গানের এই ভিডিওটি টিকটকে ভাইরাল হয়ে যায়। বিল দেখে চোখ কপালে উঠে যায় ইউজারদের। এমনকি বিভিন্ন প্রতিক্রিয়াও দেন তাঁরা। এমনকি 'স্কিন টু স্কিন টাচ'-এর জন্য টাকা নেওয়া হয়েছে বলেও এক ইউজার রীতিমতো বিষ্ময় প্রকাশ করেন। 

অপর এক ইউজার লেখেন, 'স্কিন টু স্কিন টাচ'-এর জন্য টাকা নেওয়া নিষ্ঠুতা। ওই ইউজারের মতে, শিশুটি তো মহিলার নিজের, তাকে কাছে রাখার জন্য টাকা কেন দিতে হবে? 

আরও পড়ুনসহবাস ছাড়াই ডিম দেয় কোন প্রাণী? রইল সরকারি চাকরির ইন্টারভিউয়ের কিছু কঠিন প্রশ্ন


 

Advertisement