জন্মের পর থেকে সে 'হাসমুখ'। সবসময় মুখে লেগে রয়েছে হাসি। নেটমাধ্যমেও তাঁকে দেখে মানুষ হাসছে। তবে এ হাসি স্বাভাবিক নয়। বিরল অবস্থায় জন্ম নিয়েছে এই শিশু। সে কারণেই মনে হয় সবসময় সে হাসছে। এই হাসিমুখের ছবিই এখন ভাইরাল নেটমাধ্যমে।
২০২১ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় জন্ম হয়েছিল আয়লা সমর মুচার। জন্ম থেকেই হাসিমুখ তার। সেই ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন আয়লার বাবা-মা। মেয়ের 'স্থায়ী হাসি' সম্পর্কে মানুষকে সচেতনও করেছেন। তার পর থেকে আয়লা এখন তারকা হয়ে উঠেছেন। ইনস্টাগ্রাম, টিকটকে ছেয়ে গিয়েছে আয়লা। তবে মেয়েকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার ক্রিস্টিনা ওয়ার্চার ও ব্লেইস মুচা। নতুন সন্তানের জন্মের পর চিকিৎসকরা তাঁদের জানান, আয়লার মুখ স্বাভাবিক নয়।
বাইল্যাটেরাল মাইক্রোস্টোমিয়া নামে একটি বিরল জন্মগত অসঙ্গতি রয়েছে আয়লার। এতে মুখগহ্বর এমন অবস্থায় থাকে যে সবসময় হাসিমুখ থাকে। গর্ভাবস্থা থেকেই তা ছিল। তবে ক্রিস্টিনার অন্তঃসত্ত্বা অবস্থায় কোনও পরীক্ষাতেই মেয়ের মুখের অসঙ্গতি ধরা পড়েনি। ক্রিস্টিনা বলেন,'আমরা কেউ এই ধরনের অসঙ্গতির কথা আগে শুনিনি। মাইক্রোস্টোমিয়া নিয়ে জন্মেছে, এমন কাউকে দেখিওনি। এটা আমাদের কাছে বিস্ময়করই।'
২০০৭ সালে ক্লেফট প্যালেট-ক্র্যানিওফেসিয়াল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, গোটা বিশ্বে বাইল্যাটেরাল মাইক্রোস্টোমিয়ায় ভুগছেন মাত্র ১৪ জন। তার পর থেকে অবশ্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই বিরল অসঙ্গতির ঠিক করতে রোগীদের অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন- বাংলায় তৈরি হল নীল চা, স্বাদ-গন্ধের সঙ্গে বিবিধ গুণ, দাম কত?